2018 সাল থেকে টানা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসর থাকার পর চীনা মোবাইল প্রস্তুত কারক সংস্থা vivo এবছর থেকেই বিদায় নিচ্ছে।
আজ IPL এর গভর্নিং কাউন্সিল এর বৈঠকের পর চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছেন , 2022 থেকে IPL এর নতুন টাইটেল স্পনসর হচ্ছে টাটা গ্রুপ।

2200 কোটি টাকায় 2018 থেকে চার বছরের জন্য Ipl এর টাইটেল স্পনসর এর জন্য চুক্তিবদ্ধ হয় vivo। বছরে 440 কোটি টাকার চুক্তি হয়েছিল vivo র সঙ্গে। 2020 সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের কারনে 2020 সালে vivo কে টাইটেল স্পনসর থেকে সরিয়ে ড্রিম ইলেভেন কে নিয়ে আসা হয়েছিল ।কিন্তু 2021 সালে vivo আবার ফিরে আসে। উল্লেখ্য 2022 IPL হতে চলেছে দশ দলের।

এবছর থেকে IPL এর নতুন টাইটেল স্পনসর হতে চলেছে ভারতীয় সংস্থা টাটা গ্রুপ। এবার VIVO IPL হতে চলেছে TATA IPL.

