চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিরল এক সাফল্যের সাক্ষী থাকলো বিশ্ব। এক অভাবনীয় ঘটনা ঘটল আমেরিকার মেরিল্যান্ড হাসপাতালে।
সেখানে চিকিৎসাধীন এক সংকটজনক ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হলো শুকরের হৃৎপিণ্ড। গুরুতর অসুস্থ ওই ব্যক্তির দেহে তিনদিন আগে গত 7 ই জানুয়ারি হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। তারপর থেকে রোগীর শরীরে কোনো সমস্যা হয়নি বলে হাসপাতাল সূত্রে আজ জানানো হয়েছে। তবে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের আগে তাতে কিছু জিনগত পরিবর্তন করতে হয়েছে।


চিকিৎসকরা জানিয়েছেন , বিশ্বে প্রথম এই ধরনের সফল অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। আগামী দিনে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই ঘটনা একটি নজির হিসেবে থেকে যাবে। ভবিষ্যতে কোনো সংকটজনক রোগীর ক্ষেত্রে অঙ্গ প্রতিস্থাপন এর সমস্যা মিটবে বলে চিকিৎসক দের আশা।

