পৃথিবীর উপরে মহাকাশে ভেসে বেড়াচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা মহাকাশ স্টেশন। কেমন সেখানকার জীবনযাত্রা? কি হয় সেখানে? কি কি আছে মহাকাশ স্টেশনে? জেনে নেওয়া যাক এবার
মহাশূন্যে র পানে চেয়ে দাঁড়িয়ে আছে এক রকেট।তার নিচ দিয়ে বেরোচ্ছে আগুন।গণনা চলছে টেন নাইন এইট সেভেন ….. থ্রি টু ওয়ান জিরো । সঙ্গে সঙ্গে চোখের নিমেষে মহাশূন্যে পারি দিল সেই রকেট,সঙ্গী এক মহাকাশযান।কয়েক পলকের মধ্যে সে পৃথিবীর মায়া কাটিয়ে সেকেন্ডে 11.2 কিমি বেগ নিয়ে অদৃশ্য হয়ে গেল।এবার সে নিজেকে আলাদা করে নিল মহাকাশযান থেকে।রকেটের কাজ শেষ হলেও মহাকাশযান কিন্তু তার কাজে অবিচল।এরপর একসময় মহাকাশযান নিজেকে জুড়ে নিলো স্পেস স্টেশনে র সঙ্গে। মহাকাশযানের ভিতরে থাকা মহাকাশচারী রা চলে গেলেন স্পেস স্টেশনে। কয়েকমাস এটাই তাদের ঘরবাড়ি।মাটির পৃথিবী থেকে বহু দূরে কেমন চলে তাদের জীবন যাপন?
স্পেস স্টেশন:
স্পেস স্টেশন অনেকটা চাঁদের মতোই পৃথিবীকে প্রদক্ষিন করে চলেছে। মাঝে মাঝে পৃথিবী থেকে মহাকাশযান এ চেপে নভশচর রা যান এখানে।কিছুকাল থাকেন। চলে নানান ধরনের নিত্য নতুন গবেষণার কাজ।মহাকাশযান সম্পর্কিত নানা গবেষণাও চলে। আবার কোনোভাবে স্পেস স্টেশনে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তার সমাধান করতে হয় তাঁদেরই। মহাজাগতিক ঘটনা কিভাবে পৃথিবীর উপর প্রভাব বিস্তার করে?বায়ুমণ্ডল ও মহাশূন্যে নিরন্তর ঘটে চলা নানা ধরনের ঘটনা যা অনেক সময় আমাদের চোখের আড়ালে থেকে যায়,সেগুলো নিয়েও গবেষণা চলে। তাই জ্যোতির্বিজ্ঞান এর ইতিহাসে মহাকাশ স্টেশনে র ভূমিকা অপরিসীম।

পৃথিবী থেকে বিভিন্ন সময় যে মহাকাশযান গুলি স্পেস স্টেশনে যায় সেগুলিই মহাকাশযান এ থাকা বিজ্ঞানীদের জন্য প্রয়োজনীয় খাবার,জল সহ অন্যান্য জিনিস নিয়ে যায়।এছাড়া এই যান এ চেপেই মহাকাসচারীরা পৃথিবীতে ফিরে আসেন। আশ্চর্য তথ্য এই যে, এখনো পর্যন্ত 218 বার মহাকাশযান পৃথিবীত থেকে স্পেস স্টেশনে গেছে।

1971 সালে পৃথিবীর প্রথম স্পেস স্টেশনটি মহাকাশে পাঠায় রাশিয়া , যার নাম ছিল salute 1।এরপর পৃথিবীর উন্নত দেশগুলি বিভিন্ন সময় স্পেস স্টেশন মহাকাশে পৌঁছে দিয়েছে।

এখনো পর্যন্ত মহাকাশে পৌঁছে দেওয়া সবচেয়ে বড় স্পেস স্টেশনটি হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আমেরিকা,জাপান,রাশিয়া,কানাডা ও ইউরোপীয় মহাদেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গুলির যৌথ উদ্যোগে এই স্পেস স্টেশনটি নির্মিত হয়েছে। ছোট ছোট অংশ এ ভাগ করে এটি মহাকাশে পাঠিয়ে সেখানে জুড়ে দেওয়া হয়েছে।1998 সালে এর কাজ শুরু হয়ে শেষ হয় 2011 সালে। এর ওজন প্রায় 425 টন।পৃথিবীর প্রায় 400 কিমি উপরে 28 হাজার কিমি/ঘন্টা গতিবেগ এ পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে ISS।
পরবর্তী পর্বে বাকিটা….

One thought on “মহাকাশ স্টেশনের অভ্যন্তরে”