বাচ্চাদের কোভিড ভ্যাকসিনhttps://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8577032642637015

বাচ্চাদের কোভিড ভ্যাকসিন নেওয়ার কার্য কারিতা, প্রয়োজনীয়তা, পার্শ্বপ্রতিক্রিয়া ও তার সমাধান।

কার্য কারিতা

আমরা জানি কেন্দ্র সরকার বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি ইতি মধ্যেই চালু করে দিয়েছে। ৩রা জানুয়ারি থেকে ১৪-১৫ বছর বয়সী বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

World Health Organization (WHO) covaxin কে অনুমোদন করেছে যে covaxin নিরাপদ ও কার্যকরী। আমাদের সরকার এও জানিয়েছেন যে ২০০৭ সালের আগে যাদের জন্ম তারা সকলেই covaxin এর দুটো ডোজ ই নিতে পারবে। বাচ্চাদের বাবা-মায়েরা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নিশ্চিন্ত হতে পারেন।

বাচ্চাদের ভ্যাকসিন নেওয়া প্রয়োজন কেন

অনেক মা-বাবাদের মধ্যে একটি প্রশ্ন আসছে যে, আমাদের যেই বাচ্চাদের করোনার প্রথম এবং দ্বিতীয় ওয়েভে কোনো কিছুর প্রভাব পরেনি তাহলে সেই বাচ্চাদের ভ্যাকসিন দেবে কেন ……

আমরা জানি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি বড়ো দের থেকে। ভারতবর্ষের একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় ৫০% বাচ্চার রক্তে কোভিড অ্যান্টিবডি পাওয়া গেছে মানে তাদের সংক্রমণ হয়েছিল। সে সংক্রমণ হয়তো উপসর্গবিহীন নয়তো হালকা সংক্রমণ।

আবার কিছু কিছু বাচ্চার মধ্যে এই সংক্রমণ মারাত্মক ভাবে প্রভাব ফেলেছিল। ২-৩% বাচ্চাদের এই সংক্রমণ হয়েছিল যাকে বলে MIS-C (Multisystem Inflammatory Syndrome in Children) এর লক্ষন সরূপ বাচ্চাদের হালকা জ্জ্বর, rash, glandফুলে যাওয়া এমনকি ventilation পর্যন্ত ও পৌছেছিল।

◾️বাচ্চাদের মধ্যে যেহেতু সংক্রমণ উপসর্গবিহীন থাকছে সেহেতু তারা যখন বাড়ির বড়দের সংস্পর্শে আসছে অথবা কম immunity সম্পন্ন মানুষের কাছাকাছি আসছে বাচ্চাদের থেকে বড়োদের হওয়ার সুযোগ বেশি থাকছে এবং সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে। সুতরাং আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোভিড ভ্যাকসিন বাচ্চাদের এই মারাত্মক সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।

◾️ভ্যাকসিন নিলে ভাইরাসের পরিব্যক্তি (Mutation) কম হবে।

◾️সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল বাচ্চারা প্রায় ২ বছর ধরে স্কুলে যাচ্ছে না ফলে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে, এদের মানষিক বিকাশ কম হচ্ছে, একাকিত্ব বোধ বাড়ছে। এছাড়াও যেসব জায়গায় এখনও Android phone এর ব্যবহার কম সেই সব অঞ্চলের ছেলে-মেয়েরা কাজে নেমে গেছে কারোর কারোর বিয়ে হয়ে যাচ্ছে। আমাদের সকল পড়ুয়াদের স্কুল জীবনে ফেরাতে হবে তারজন্য ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিনের দ্বারা বাচ্চাদের সুরক্ষা দেওয়া হচ্ছে এবং তাদের বাবা-মা রাও নিশ্চিন্ত হতে পারবে।

পার্শ্বপ্রতিক্রিয়া

আমারা অনেকেই জানি কোভিড ভ্যাকসিন নেওয়ার পর কারোর কারোর হালকা জ্জ্বর, গায়ে-হাতে-পায়ে ব্যাথা এই ধরনের লক্ষন দেখা গেছে বাচ্চাদের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম নয়। এই পার্শ্বপ্রতিক্রিয়া ২৪-৪৮ ঘন্টার মধ্যে সেরেও যাচ্ছে। খুবই কম ক্ষেত্রে বাচ্চাদের এলার্জি প্রতিক্রিয়া, বুকে ব্যাথা, শ্বাসকষ্ট ইত্যাদি হচ্ছে এবং তা ডাক্তার দেখিয়ে তার পরামর্শ মতন চললে কমে যাচ্ছে।

বাচ্চাদের কোভিড ভ্যাকসিন নেওয়া জরুরি। WHO approved এবং Govt. বিচার করে নিরাপত্তা দেখই বাচ্চাদের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সুতরাং আপনারা আপনাদের বাচ্চাদের vaccination করিয়ে নিন

এখানে আপনার মন্তব্য রেখে যান