
আজকাল সমস্ত কাজে আধার কার্ড প্রধান ভূমিকা পালন করে থাকে, সে ব্যাঙ্ক,পরিক্ষার ফর্ম বা রেলের টিকিট প্রতিটি ক্ষেত্রে আধার কার্ড আপনার প্রধান পরিচয় পত্র হিসেবে ব্যবহার হয়। ভারতবর্ষে দিনে দিনে যত আধার কার্ড তৈরি হয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে হয়েছে আধার কার্ডে ভুল, আর এই সমস্ত ভুল সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষ কে প্রতিদিন নিত্যনতুন হয়রানির স্বীকার হতে হয়েছে। যার জন্য সাধারণ মানুষের টাকা ও সময় সমান ভাবে খরচ হলেও মেলেনি কোন পথ।
আধার কার্ড সংশোধন আমরা আমাদের হাতের মোবাইল থেকেও করতে পারি, যদি আধার কার্ডের সাথে আমাদের মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে। আর যদি মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকে তাহলে আমাদের যেতে হবে নিকটবর্তী “আধার সেবা কেন্দ্রে” যার জন্য আমাদের বুকিং করতে হবে সাক্ষাতের সময়।
কেমন করে বুকিং করবেন তার বিবরণ দেওয়া হল
প্রথমে google আপনাকে ভারত সরকারের দ্বারা পরিচালিত আধার সেবা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট WWW.UIDAI. GOV. IN খুলতে হবে
আপনি আপনার কন্টাক্ট নম্বর OTP এর মাধ্যমে ভেরিফাই করে নেবেন। এবং আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্র পছন্দ করতে পারবেন

আপনাকে বেছে নিতে হবে আপনি আধার কার্ডের কোন কোন বিষয় গুলি সংশোধন করতে চান এবং আপনার নিজস্ব পরিচয় সেই পেজে লিখবেন। আপনার যদি নিজস্ব কোন পরিচয় প্রমাণপত্র না থাকে তাহলে আপনাকে “documents verification “এর জায়গায় HOF( head of the family) অপশনটি বেছে নিতে হবে।

এরপর আপনার ঠিকানা পরিচয় এবং আপনার নিকটবর্তী আধার কেন্দ্র এই coloum গুলো আরও একবার পূরণ করতে হবে।
এরপর আপনার সামনে চলে আসবে একটি ক্যালেন্ডার যেখানে আপনি আপনার পছন্দ মত ডেট ঠিক করতে পারবেন

এরপর আপনার পরিচয় পত্র পুনরায় যাচাই করে submit করলেই আপনার কাছে confirmation মেসেজ চলে আসবে।

আধার কার্ড update এর খরচ

