‘কৃত্রিম সূর্য’ এর পর ‘কৃত্রিম চাঁদ’, আকাশে ‘মেড ইন চায়না’

কিছুমাস আগেই ‘কৃত্রিম সূর্য’ তৈরি করে মহাকাশ গবেষণায় শোরগোল ফেলেছিল শি জিংপিং এর চীন।এবার চীন তৈরি করে ফেলল ‘কৃত্রিম চাঁদ’।

মহাকাশ গবেষণায় নিজেদের ছাপ স্পষ্ট করতে প্রবল তৎপর চীন। কয়েক মাস আগে তারা বানিয়েছিল কৃত্রিম সূর্য, এবার তারা বানিয়ে ফেলেছে কৃত্রিম চাঁদ। তবে সেখানে মাধ্যাকর্ষণ নেই,রয়েছে চুম্বকীয় শক্তি। শক্তিশালী চৌম্বকীয় ভ্যাকুয়াম চেম্বার রয়েছে সেখানে।

দুই ফুট ব্যাসের এই নকল চাঁদে আসল চাঁদের মতো আবহাওয়া তৈরি করতেই এই ব্যবস্থা। নকল চাঁদে রয়েছে ধূলো, পাথরও যার মাধ্যমে আর্টিফিশিয়াল গ্রাভিটির লেভিটেশন কেমন হয়, তা পর্যবেক্ষণ করা হবে।

চাঁদে মানুষের বসতি স্থাপন করা যায় কিনা,তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছেন চীনা বিজ্ঞানীরা।এর আগে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপনের কাজও শুরু করে চীন। নকল চাঁদের এই পরীক্ষা সফল হলে তার ভিত্তিতেই চীন চাঁদে মানুষ পাঠানোর কাজ শুরু করবে বলে জানা গেছে।চাপ ও তাপমাত্রা পরীক্ষা করা যাবে এই নকল চাঁদে।

চেংদু শহরের মাথায় জ্বলজ্বল করবে নকল চাঁদ। চীনের লুনার রোভার চাংগায়ের পরবর্তী চন্দ্র মিশনে এটিকে পাঠানো হবে। 2019 ও 2020 সালে যথাক্রমে চাঙ্গাই – 4 ও চাঙ্গাই- 5 কে মহাকাশে পাঠিয়ে ছিল চীন।

চাঁদের মাটিতে মহাকাসচারী পাঠানোই পাখির চোখ চীনের। 2030 সালের মধ্যেই তা সম্পন্ন করতে চায় শি জিংপিং এর দেশ। সেই দিকে দৃষ্টি দিতেই এই নকল চাঁদের ভাবনা ও বাস্তবায়ন।

এখানে আপনার মন্তব্য রেখে যান