DRDO (RCI): ১৫০টি পদে নিয়োগ করছে DRDO Research Centre Imarat (RCI)। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস , ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ করা হবে।

সব মিলিয়ে ১৫০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে DRDO Research Centre Imarat (RCI)। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস , ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের নির্দিষ্ট কাজের জন্য নিয়োগে করা হবে। RCI আসলে DRDO-র এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের ল্যাবরেটরি। চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।

GRADUATE APPRENTICE – শূণ্যপদ-৪০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর B.E/ B.Tech (in ECE, EEE, CSE, Mechanical, Chemical)/ B.Com/ B.Sc ডিগ্রি থাকতে হবে।
TECHNICIAN (DIPLOMA) APPRENTICE – শূণ্যপদ-৬০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর মেকানিক্যাল ও কেমিক্যালে ECE, EEE, CSE উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে।
TRADE APPRENTICE – শূণ্যপদ-৫০
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর আইটিআই পাশ আউট (এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত) (ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক ও ওয়েল্ডার)-এর শংসাপত্র থাকতে হবে।

যে প্রার্থীরা ‘রেগুলার কোর্স’ এ পরীক্ষা দিয়েছেন (স্নাতক, ডিপ্লোমা ও আইটিআই ট্রেড শিক্ষানবিশ 2019, 2020 ও 2021) সম্পন্ন করেছেন , কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন।
Research Centre Imarat (RCI) : প্রার্থী বাছাই পদ্ধতি:
চাকরিপ্রার্থীদের প্রয়োজন অনুযায়ী শিক্ষাগত মেধা/লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে।
পরীক্ষার/ইন্টারভিউয়ের সঠিক তারিখ,
সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। সকল তথ্য DRDO (RCI) এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে – https://rcilab.in

কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরাই কেবল DRDO-রিসার্চ সেন্টার ইমারত (RCI)-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন – https://rcilab.in চাকরিপ্রার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
APPRENTICE বেতন কাঠামো:
GRADUATE APPRENTICE: ৯০০০/-প্রতি মাসে।
TECHNICIAN (DIPLOMA) APPRENTICE: ৮০০০/- প্রতি মাসে
TRADE APPRENTICE: সরকারি কাঠামো অনুযায়ী স্টাইপেন্ড পাবেন।
Official website of DRDO-Research Centre Imarat (RCI) — https://rcilab.in
