অরুণাচল সীমান্তে ১৭ হাজার ফুট উচ্চতায় , – ৪৪ ডিগ্রিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন

৭৩ তম প্রজাতন্ত্র দিবসের সকালে প্রতিকূল পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করে দেশকে শ্রদ্ধা ও সম্মান জানালেন আইটিবিপি-র জওয়ানরা।

লাদাখ  থেকে অরুণাচল প্রদেশ  সীমান্ত অঞ্চল, যে স্থানের উচ্চতা প্রায় ১২ থেকে ১৭ হাজার ফুট, তাপমাত্রা যেখানে মাইনাস ৪৫ ডিগ্রিতে থাকে, কিন্তু এই প্রতিকূলতাকে তুচ্ছ করে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন করে দেশকে শ্রদ্ধা ও সম্মান জানালেন আইটিবিপি-র জওয়ানরা৷ দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা ভারত-তিব্বত সীমা পুলিশ দেশের তিরঙ্গা উত্তোলন করেন৷ ১২ হাজার ফুট থেকে ১৭ হাজার ফুট উচ্চতায় লাদাখ, হিমাচল প্রদেশ , উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী এলাকায় একাধিক স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন ITBP জওয়ানরা ৷ যেখানে তখন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪৪ ডিগ্রি সেলসিয়াস নীচে ৷

ভারত-তিব্বত সীমা পুলিশ  (ITBP)  জওয়ানরা উত্তরাখণ্ডের মানা ঘাঁটিতে (যাকে ভারতের শেষ গ্রাম বলা হয়) ১১,০০০ ফুট উচ্চতায় প্রজাতন্ত্র দিবস পালন করেন ৷

১৯৬২ সালে স্থাপিত আইটিবিপি  (ITBP) র হাতে রয়েছে ভারত-চিন সীমান্তে ৩৪৮৮ কিলোমিটার সুরক্ষার ভার। এরজন্য পার্বত্য এলাকার পাশাপাশি চরম প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যুঝতে হয় তাদের । আইটিবিপি  (ITBP) -র বাহাদুর জওয়ানরা হিমালয় ক্ষেত্রে নজরদারি রাখেন সারা দিন রাত ৷

রাষ্ট্রের জন্য  সদা জাগ্রত এই সুরক্ষাদল কিছুদিন আগেই ৫৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে৷ আইটিবিপি গত কয়েক বছরে হিমালয় পার্বত্য অঞ্চলে ফার্স্ট রেসপন্ডার্স হিসেবে শতাধিক সফল সুরক্ষা অভিযান করেছে৷ স্থানীয় মানুষদের বিপদেও তাঁরা পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান