এদিন সকালে ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে গেইল লেখেন, ”আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভাঙল।”

‘Universe Boss’ ক্রিস গেইল নামটা শুনলেই আমাদের কী মনে হয়? প্রায় সব মানুষের মনে আসবে, ক্রিকেট এর বাইশ গজে চার ছয়ের বন্যা । আইপিএল-এর দৌলতে ক্রিস গেইল এখন ভারতের ‘ঘরের ছেলে’। ভারতের প্রায় প্রতিটি ক্রিকেট শহরে তার অসংখ্য অনুরাগী। যদিও এবার আর তাকে ipl এর মাঠে পাওয়া যাবে না। এবার সেই ‘ঘরের ছেলে’র থেকেও ২৬ জানুয়ারির সকালে এল ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আর সেই প্রসঙ্গে গেইলের ট্যুইটে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও।

এ দেশের প্রতি গেইলের ভালোবাসা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। এদিন ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেলে গেইল লেখেন, ”আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভাঙল, যা ভারতের জনগণ এবং ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের পরিচয়বাহক হয়ে রইল। ইউনিভার্স বসের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালবাসা।’
দেশ আজ পালন করছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনেই ভারতের পবিত্র সংবিধান কার্যকর হয়। প্রতিবারের মতো এবারও এদিন দেশের প্রধান অনুষ্ঠানটি হয় দিল্লিতে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বহু বিশিষ্ট মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

🤧
LikeLike