মালদার হায়দরপুরের চাইল্ডলাইন সেন্টারে ‘সেন্টার কো-অর্ডিনেটর’ পদে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যের মালদা জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে চাইল্ড লাইন সার্ভিসেস । সেন্টার কো-অর্ডিনেটর পদে নিয়োগ হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।
মালদার হায়দরপুরের চাইল্ডলাইন সেন্টারে হবে এই নিয়োগ। সেন্টার কো-অর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেন্টার কো-অর্ডিনেটর
শিক্ষাগত যোগ্যতা: এই পদে চাকরির ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্কস (MSW) অথবা মাস্টার্স ইন হিউম্যানিটিজ/ চাইল্ড ডেভেলপমেন্ট/ সাইকোলজি/ সমাজবিজ্ঞান/ গ্রামীণ উন্নয়নের ডিগ্রি থাকতে হবে। সঙ্গে ১ বা ২ বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান থাকাটা আবশ্যিক।
বয়স সীমা
এই পদে কাজের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। অন্যথায় তিনি আবেদন করতে পারবেন না।
আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থীরা ব্যক্তিগতভাবে তাদের বায়ো-ডেটা উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্দী পুনর্বাসন কেন্দ্র, উমা রায় সরণি(বাঘা যতীন ক্লাবের বিপরীতে), ২ নং গভর্নমেন্ট কলোনি, পি.ও. মোকদমপুর, মালদা জেলায় জমা দিতে পারেন। আগামী ২৯ জানুয়ারি দুপুর ১২ থেকে দুপুর ২টো পর্যন্ত এই আবেদনপত্র নেওয়া হবে।
বেতন ক্রম :
প্রার্থী বাছাই হলে নিয়োগের পর প্রতি মাসে ১৪,০০০ টাকা বেতন পাবেন নিযুক্ত। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে মালদা জেলার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
Official website of Haiderpur Shelter of Malda — https://www.malda.gov.in
