NTPC ও GROUP D চাকরি প্রার্থীদের তুমুল বিক্ষোভ উত্তরপ্রদেশে, বিহারের একাধিক জায়গায় , ট্রেনে আগুন ধরানো হল গয়া স্টেশনে।

গয়া স্টেশনে ট্রেনে আগুন

রেলের তরফ থেকে জানানো হয়েছে , রেল একটি কমিটি গঠন করেছে যারা চাকরী প্রার্থীদের অভিযোগ গুলো খতিয়ে দেখবে। আজ পটনা, নওয়াদা, মুজফফরনগর, সীতামাড়ি, বক্সার ও ভোজপুর জেলাতেও বিক্ষোভ হয়। 

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল বিহারের একাধিক জায়গা। গয়া স্টেশনের সিগন্যালে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভ কারীরা । ভাবুয়া-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসের কামরায় লাগানো হয় আগুন। ২০১৯-এর বিজ্ঞপ্তিতে হওয়া NTPC পরীক্ষার ফল সংক্রান্ত অভিযোগে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। ট্রেনে আগুন লাগিয়ে দিলেন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশের দিকে চলল ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের আটকাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জেহানাবাদেও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

অন্যদিকে আজ চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে ফেব্রুয়ারি মাসে হতে চলা রেলওয়ে গ্রুপ ডি ও NTPC র CBT2 পরীক্ষা স্থগিত করে দিয়েছে রেল । বেনিয়মের অভিযোগ ওঠায় তদন্তের জন্য রেল একটি কমিটিও গঠন করেছে। বিভিন্ন রেলওয়ে নিয়োগ বোর্ডের (আরআরবি) অধীনে পরীক্ষায় উত্তীর্ণ এবং ব্যর্থ পরীক্ষার্থীদের অভিযোগগুলি খতিয়ে দেখবে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর এই কমিটি রেল মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে।

পরীক্ষা নিয়ে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে উত্তরপ্রদেশেও। প্রয়াগরাজে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখালে পুলিশ বিক্ষোভকারীদের খোঁজে হস্টেলেও পৌঁছে যায়। এদিকে এই ঘটনা নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ও সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী মোদি সরকারকে কটাক্ষ করেছেন।

প্রয়াগরাজে বিক্ষোভ

অন্যদিকে, রেল এক নোটিশ জারি করে পরীক্ষার্থীদের হুঁশিয়ারি দিয়েছিল যে, বিক্ষোভের সময় ভাঙচুর সহ অন্যান্য বেআইনি কার্যকলাপে জড়িতদের রেলের পরীক্ষায় বসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করবে। 
বিক্ষোভকারীদের দাবি, ২০১৯-এ আরআরবি-র বিজ্ঞপ্তি অনুযায়ী একটি মাত্র পরীক্ষারই উল্লেখ করা ছিল। তাঁরা রেলের আধিকারিকদের বিরুদ্ধে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ করেছেন। পরীক্ষার ফল ১৫ জানুয়ারি ঘোষিত হওযার পর বিক্ষোভ সামনে আসে। রেল মন্ত্রক এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছিল যে, বিজ্ঞপ্তিতে দ্বিতীয় দফার পরীক্ষার কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল। সিবিটি-র প্রথম দফার পরীক্ষা সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য সাধারণ পরীক্ষা ছিল। 

এদিকে সোশ্যাল মিডিয়াতেও রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে #ntpc scam, #no_cbt_2_in_group_d , #GroupD , #6 , #RRBNTPC লিখে বিক্ষোভ দেখানো হতে থাকে।

প্রসঙ্গত, 14 জানুয়ারি NTPC 35000টি পদে নিয়োগের জন্য পরীক্ষার (CBT-1) ফলাফল প্রকাশ করেছে। এতে 7,05,446 প্রার্থীকে CBT-2-এর জন্য বাছাই করে নেওয়া হয়েছে। এই ফলাফল ঘোষণার পরেই বিক্ষোভ শুরু হয়েছে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, বেশ কয়েকজন প্রার্থীকে একাধিক ক্ষেত্রে সফল ঘোষণা করা হয়েছে।

এদিকে রেলওয়ে নিয়োগ বোর্ডের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গ্রুপ ডি এর CBT-1-এ উত্তীর্ণ প্রার্থীদের CBT-2-এ উপস্থিত হতে হবে। যেটি ২০১৯ সালে প্রকাশিত প্রথম বিজ্ঞপ্তিতে বলা ছিল না। CBT-2 এর পরে PET এবং মেডিকেল হবে। পরীক্ষার্থীরা এতদিন জানতেন , CBT-1-এ পাশ করার পরেই তাঁদের PET দিতে হবে। যা নিয়েই এই বিরোধের সূচনা ।

এখানে আপনার মন্তব্য রেখে যান