গ্রিন করিডর করে SSKM এ আনা হল গীতশ্রী সন্ধ্যা মুখার্জি কে

গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় । গ্রিন করিডর করে তাঁকে নিয়ে যাওয়া হল এসএসকেএম এ

নিজস্ব প্রতিবেদন : পরিবার সূত্রে খবর, গত ২৩ জানুয়ারি তিনি বাড়ির বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের  শারীরিক অবস্থার অবনতি হয়। নিউমোনিয়ার উপসর্গ-ও ছিল । গতকাল ফুসফুসে সংক্রমণ আরও বৃদ্ধি পায়। পারিবারিক চিকিৎসক বিষয়টি দেখে আরটিপিসিআর (RTPCR) করার নির্দেশ দেন। সেই পরীক্ষাও করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে, তবে রিপোর্ট এখনও আসেনি। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিজে ফোন করেন মুখ্যমন্ত্রী, কথা হয় সন্ধ্যা-কন্যার সঙ্গে । মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতাতেই তাঁকে তড়িঘড়ি এসএসকেএম- হাসপাতাল এর উডবার্ন ব্লকে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে বলে আশ্বাস দেন তিনি।

ইতিমধ্যেই শিল্পীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে SSKM কর্তৃপক্ষ। সেখানে রয়েছেন মেডিসিন, কার্ডিওলজি, ফুসফুস সহ অন্যান্য বিভাগের বিশিষ্ট চিকিৎসকগণ। চিকিৎসক সোমনাথ কুন্ডুর নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শ্বাসকষ্ট, হালকা জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ কেবিনে ভর্তি নব্বই বছর বয়সী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় । তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন এসএসকেএম হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুন্ডু।

হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে দেখেছেন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান চিকিৎসক অসীম কুন্ডু এবং মেডিসিন-এর চিকিৎসক নিলাদ্রি সরকার । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুটি ফুসফুসেই গভীর সংক্রমণ রয়েছে।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, নিউমোনিয়ায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায় । সংক্রমণ কতটা ছড়িয়েছে তা জানতে রক্ত পরীক্ষা করা হয়েছে। পোর্টেবল চেস্ট এক্স-রে মেশিন নিয়ে আসা হয়েছে উডবার্ন ওয়ার্ডে। অক্সিজেন-এর পাশাপাশি নেবুলাইজার দেওয়া হচ্ছে শিল্পীকে ।

এখানে আপনার মন্তব্য রেখে যান