পুষ্পা জ্বরে কাব দেশ , কিন্তু পাচারে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন!

দক্ষিণী ছবি পুস্পা দেশব্যাপী বিপুল সারা ফেলেছে। বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু ছবিতে দেখানো পথে পাচার হচ্ছে লাল চন্দন কাঠ।

নিজস্ব প্রতিবেদন: পুষ্পা জ্বরে এখনো কাবু সারা দেশবাসীকে। মুক্তির কয়েক দিনের মধ্যেই কয়েক কোটি টাকা আয় করে ফেলেছে এই সিনেমাটি। দক্ষিণ ভারতীয় এই সিনেমাটি শুধুমাত্র তামিল ভাষায় নয়, হিন্দি,মারাঠি ভাষা সহ আরো কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে । সিনেমাটিতে লাল চন্দনের চোরাচালান ব্যবসা দেখানো হয়েছে। সিনেমাতে যে ঘটনাগুলি দেখানো হয়েছে তার বাস্তব রুপ ভয়ঙ্কর ভাবে বর্তমান। যাতে যথেষ্ট উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশে এমনই একটি ঘটনা সামনে এসেছে । ২০ জানুয়ারি নেললোর জেলার রাপুর জঙ্গল থেকে কয়েকজন অতিমূল্যবান লাল চন্দন কাঠ পাচারকারীকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। জানা গেছে, ধৃত ব্যক্তিদের মধ্যে ৩ জন চন্দন কাঠ পাচারকারি এবং ৫৫ জন শ্রমিক রয়েছে । এই চক্রের কাছ থেকে অন্ধ্রপ্রদেশ পুলিশ উদ্ধার করেছেন ৪৫ টি লাল চন্দন কাঠ,২৪ টি কুড়াল, ৩১ টি মোবাইল,১ টি গাড়ি, ৭৫ হাজার টাকা নগদ অর্থ।

এই চোরাচালানকারীদের ধরতে পুলিশেকে যথেষ্ট বেগ পেতে হয়েছে।। খবর পেয়ে পুলিশের একটি দল চেন্নাই ন্যাশনাল রোডে ওৎ পাতে এবং প্রত্যেকটি গাড়ির তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার করে দুটি ট্রাক। ট্র্যাক দুটিতে ভর্তি ছিল লাল চন্দন কাঠ। পুলিশ ধৃতদের ধরতে গেলে চোরাকারবারীরা পুলিশের উপর ঢিল ছুঁড়ে কুড়াল দিয়ে হামলা করার চেষ্টা করে। কিন্তু অবশেষে তারা ধরা পড়ে অন্ধ্রপ্রদেশ পুলিশের ফাঁদে।

নেললোরের এসপি সি বিজয়া রাও জানিয়েছেন, মূল চোরাকারবারি ভি দামু চিত্তুর জেলার বাসিন্দা এবং তিনি পুদুচেরির কুপান্না সুব্রামানিয়ামের সাথে দেখা করার পর তার সঙ্গে মিলিত হয়ে এই চোরা কারবার শুরু করে । এরপর ভিলুমালাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই চোরাকারবার ব্যাপক আকারে শুরু করে তারা। পুলিশ এই চক্রের অন্যান্য পাচারকারী দের খোঁজে তল্লাসি শুরু করেছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান