লক্ষীর ভান্ডার প্রকল্পে ব্যাঙ্ক একাউন্টে নতুন নিয়ম রাজ্যের

নিজস্ব প্রতিবেদন: লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে নিয়ম বদল করলো রাজ্য । আবেদনকারীদের ব্যাঙ্কে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব এইচ. কে. দ্বিবেদী। সেখানেই মুখ্যসচিব এই নির্দেশ দিয়েছেন।
প্রকল্প যখন শুরু হয় তারপর থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেই আবেদন করা যেত। কিন্তু, এ বারে জয়েন্ট অ্যাকাউন্ট নয়, শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা।
উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের ২৫ বছর বয়সের উর্ধে তপশীল জাতি ও উপজাতির মহিলাদের মাসিক ১০০০ টাকা এবং সাধারণ জাতির মহিলাদের মাসিক ৫০০ টাকা ভাতা দেওয়া হয়।
মুখ্যসচিব দ্বিবেদী জানিয়েছেন, জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে, তার জন্যই এই নয়া নির্দেশ বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রকল্প গুলির সঙ্গে আধার সংযুক্তিকরণের ওপরেও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।
খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন প্রকল্পগুলিতে আধার সংযুক্তিকরণ বাড়াতে হবে। এ দিনের বৈঠকে নির্দেশ দেন মুখ্যসচিব। পাড়ায় সমাধানের ক্যাম্পগুলো আরও প্রত্যন্ত গ্রামাঞ্চলে করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের।
