কোভিড গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করেই পেশ করা হবে বাজেট । আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সিতারামন।

নিজস্ব প্রতিবেদন: ভারতে কোভিড এর তৃতীয় ঢেউ এর মধ্যেই কেন্দ্রীয় বাজেট ২০২২-এর জন্য প্রস্তুতি তুঙ্গে। ওমিক্রনের চোখরাঙানির মাঝেই লোকসভা এবং রাজ্যসভা থেকে ঠিক সময়ে সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। বাজেটেও কোভিড গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন আগামী সপ্তাহে ২০২২ সালের বাজেট ঘোষণা করবেন। । ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং করোনার ফলে লকডাউনে- অর্থনৈতিক কার্যকলাপ প্রত্যাশিত হলবৃদ্ধি পেতে পারেনি। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধি এবং বাজারের মন্দার প্রভাব সহ্য করে, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সরকার কর্তৃক বেশ কিছু শিথিলকরণ, নতুন প্রকল্প ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তাই স্বাভাবিক ভাবেই ১ ফেব্রুয়ারি দেশবাসীর চোখ থাকবে টিভি কিংবা মোবাইলের স্ক্রিনে।

এ বছর ভারতীয় সংসদের বাজেট অধিবেশন দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায় চলবে ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের ভাষণে আগাম ৩১ জানুয়ারি বাজেট অধিবেশনের ফ্ল্যাগ পেশ করবেন। এরপরে, অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং গত বছরে সম্মুখীন হওয়া প্রধান চ্যালেঞ্জগুলিকে তুলে ধরা ও পেশ করা হবে। একই দিনে সংসদের কেন্দ্রীয় বাজেট ২০২২ পরের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে পেশ করবেন। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশনের প্রথম পর্বে এই ভাষণটি আলোচনার মাধ্যমে অনুসরণ করা হবে।
অর্থমন্ত্রী সীতারামনের বাজেট বক্তৃতা আগামী মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বাজেট বক্তৃতার জন্য নির্ধারিত সময় সকাল ১১টা। দেড় থেকে ২ ঘন্টার মধ্যে যে কোনও জায়গা থেকে দেখা যেতে পারে বাজেট পেশ। যদিও প্রয়োজনে বাজেট বেশি সময় ধরে চলতে পারে। বাজেট বক্তৃতাটি সম্ববত দুই ঘন্টা ছাড়িয়ে যেতে পারে। গত বছর অর্থমন্ত্রী ২ ঘন্টা ৪০ মিনিটের বক্তৃতায় কেন্দ্রীয় বাজেট ২০২১ পেশ করেছিল, যা এখন পর্যন্ত রেকর্ড সবচেয়ে দীর্ঘ সময়ের বাজেট বক্তৃতা ।
গত বছরের মতো এবছরও বাজেট পেশ হচ্ছে পেপারহীন ভাবেই। 1 ফেব্রুয়ারি ‘পেপারলেস’ ভাবেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোভিড সংক্রমণের কথা মাথায় রেখেই ডিজিটাল বাজেটে জোর দেওয়া হচ্ছে বলে সূত্র মারফৎ খবর।

2021 সালেই প্রথমবার প্রথা ভেঙে ডিজিটালি বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবারও অর্থমন্ত্রী একই পথে হাঁটবেন বলে জানা যাচ্ছে। এমনকি আগের বারের মতোই বাজেট ব্রিফকেসের বদলে ট্যাবেই বাজেট পেশ করতে পারেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ব্রিফকেস বা স্যুটকেসে করেই বাজেটের নথি সংসদে বয়ে আনতেন অর্থমন্ত্রীরা । কিন্তূ ২০১৯ সালে সেই প্রথা ভেঙে প্রথমবার ‘বহি খাতা’ আনেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সে প্রসঙ্গে তিনি বলেছিলেন ‘2019 সালে বাজেটের জন্য স্যুটকেস আনিনি। আমরা স্যুটকেস বহনকারী সরকার নই। একটি স্যুটকেস অন্য কিছুকেও বোঝায়, ‘স্যুটকেস নেওয়া, স্যুটকেস দেওয়া।’ মোদীজির সরকার স্যুটকেস সরকার না।’
