বিশ্বের ক্ষুদ্রতম দেশ ‘ভ্যাটিকান সিটি’

খ্রিস্টধৰ্ম প্রধান পোপ এর দেশ ভ্যাটিকান সিটি,এটি ইউরোপ মহাদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে ছোট দেশ।

ভ্যাটিকান শহর

পরিচয় : ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি । এটি রোমান ক্যাথলিক গির্জার সদর দফতর । সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন মাত্ৰ ১১০ একর।

গঠন : উত্তর-পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর একটি ত্রিভুজাকৃতি এলাকায়, তিবের নদীর পশ্চিমে, ভ্যাটিকান শহর অবস্থিত। ভ্যাটিকান শহর প্রাচীর দ্বারা রোম শহর থেকে বিচ্ছিন্ন। প্রাচীরের ভেতরে আছে উদ্যান, বাহারী দালান ও চত্বরের সমাবেশ। এই প্রাচীর তৈরি করা হয়েছিল ইতালির সুবর্ণ যুগ বলে পরিচিত রেনেসাঁর সময়ে। সবচেয়ে বড় সৌধটি হলো সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা। ভ্যাটিকান সিটিতে রয়েছে একটি মহাকাশ নিরীক্ষণাগার , লাইব্রেরী ভ্যাটিকানা এবং সিস্টিন চ্যাপেল।

সেন্ট পিটার্স ব্যাসিলিকা
সিস্টিন চ্যাপেল এর সুদৃশ্য অলংকরণ সমৃদ্ধ ছাদ

প্রতিষ্ঠা : ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এই রাষ্ট্রগুলি স্থাপন করেছিল, যার শাসনকর্তা ছিলেন পোপ। ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর ১৯২৯ সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবী প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে। এর বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস, ২০১৩ সালের ১৩ই মার্চ দায়িত্বগ্রহণ করেন ।

বর্তমান পোপ ফ্রান্সিস

ভ্যাটিকান শহরের শাসন কাঠামো : ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাকব্যবস্থা, সীলমোহর, পতাকা এবং রাষ্ট্রীয় প্রতীক রয়েছে, যা তার সার্বভৌমত্ব কে প্রতিফলিত করে । ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড; এর সদস্যসংখ্যা প্রায় এক শত। ভ্যাটিকান রেডিও নামের সরকারি  বেতার কেন্দ্র রয়েছে, যা সারা পৃথিবীতে বিশেষ কিছু দিনে পোপের বক্তব্য ছড়িয়ে দেয়। ২০০০ সালে ভ্যাটিকান শহরে জনসংখ্যা ছিল প্রায় ১০০০। এখানে বসবাস করতে হলে পোপের দেওয়া বিশেষ দায়িত্ব পালন করে নাগরিকত্ব পাওয়া সম্ভব: একটি পরম ধর্মীয় রাজতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। পোপ হলেন রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের শাসন , আইন প্রণয়ন ও বিচারসহ সমস্ত কিছু পোপের অধীনে। ভ্যাটিকান সিটি বিশ্বের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের সকল মানুষের প্রতিনিধিত্ব করে।

ভ্যাটিকানের পতাকা

ভূপ্রকৃতি : ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। এটি রোম শহরের মধ্যস্থলে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোন প্রাকৃতিক জলাশয়ই নেই। শহরটি মূলত একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়।

ভ্যাটিকানের মানচিত্র

ভাষা : ভ্যাটিকান সিটির কোন সরকারি ভাষা নেই, তবে ইতালিয়ান সর্বাধিক প্রচলিত ভাষা। রোমান ক্যাথলিক গির্জার দাপ্তরিক ভাষা হিসেবে লাতিন ভাষার বিশেষ মর্যাদা আছে। যারা উচ্চপদে কাজ করে তারা নিয়মিত ইতালীয় ভাষায় কথা বলে। এছাড়া ধর্মীয় অনুষ্ঠানে লাতিন ভাষা ব্যবহার করে। ভ্যাটিকানসিটির বাসিন্দারা রোমান ক্যাথলিক ধর্ম অনুসারী।

এখানে আপনার মন্তব্য রেখে যান