আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়(west bengal school Reopen)। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খুলছে স্কুল। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee)।

আগামী ৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সরস্বতী পুজোর দুদিন আগে থেকে রাজ্যে খুলে যাচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপঠন শুরু হবে। একই সঙ্গে খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজা।পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য ‘পাড়ায় শিক্ষালয়’। ইতিমধ্যেই স্কুল খোলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যালয় খোলার জন্য বিক্ষোভ শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ৫ তারিখ সরস্বতী পূজো রয়েছে তাই যাতে সব স্কুলেই সরস্বতী পুজোর আয়োজন করতে পারে পড়ুয়ারা, সেকথা মাথায় রেখেই ৩ তারিখ থেকে স্কুল আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, ৪, ৫ এবং ৬ তারিখে সরস্বতী পুজো উপলক্ষে সব স্কুলই বন্ধ থাকবে৷ তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন পঞ্চম থেকে সপ্তম অথবা তারও নিচু স্তরে ক্লাসগুলি এখনই শুরু করার কথা ভাবছে না রাজ্য সরকার৷ তার বদলে শুরু হবে পাড়ায় শিক্ষালয়৷
গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার শুনিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঘোষণা করা হয় ৩ জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের স্কুলগুলির পাশাপাশি ৩ ফেব্রুয়ারি থেকে বঙ্গে খুলছে বেসরকারি স্কুলও। ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল।’জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও।
এরই সঙ্গে রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ।
আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েকটি ঘোষণা করেছেন…
- ১. ৭৫ শতাংশ লোক নিয়ে ওয়ার্ক ফ্রম হোমে ছাড়।
- ২. ৭৫ শতংশ কর্মচারী নিয়ে খুলতে পারবে সরকারি ও বেসরকারি অফিস।
- ৩. ৭৫ শতাংশ লোক নিয়ে খুলতে পারবে রেস্টুরেন্ট, বার, সিনেমা হল।
- ৪.কলকাতা থেকে মুম্বই এবং দিল্লির বিমানে বিধিনিষেধ উঠল। বেঙ্গালুরুতে করোনা গ্রাফ ঊর্ধমুখী থাকায় কলকাতা-বেঙ্গালুরু বিমানে কড়াকড়ি বহাল থাকছে।
- ৫. পার্ক, বিনোদন পার্ক আপাতত খুলে দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারির পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে সরকার।
- ৬. ৭৫ শতাংশ লোক নিয়ে খেলা র আয়োজন করা যাবে।
- ৭. ৭৫ শতাংশ মানুষ নিয়ে সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাস্তার মিটিং, মিছিল ২০০ জনকে নিয়েই করতে হবে।
- ৮. কলকাতা থেকে মুম্বই এবং দিল্লির বিমানে বিধিনিষেধ উঠল। বেঙ্গালুরুতে করোনা গ্রাফ ঊর্ধমুখী থাকায় কলকাতা-বেঙ্গালুরু বিমানে কড়াকড়ি বহাল থাকছে।
- ৯. কলকাতা-ব্রিটেন বিমান চলাচলেও বিধিনিষেধ উঠল। তবে RTPCR বাধ্যতামূলক।
