লতার প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট জগতেও ! আবেগি টুইট বাবর-রামিজ-দ্বিমুথদের

সাধারণত শিল্প-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-ক্রীড়ার জগতে গুরুত্বপূর্ণ কেউ প্রয়াত হলে বিষয়টিকে ১০০ বারের মধ্যে ৯৯ বারই ‘একটি যুগের অবসান’  বলে চিহ্নিত করা হয়ে থাকে। প্রয়াতকে বিরল বিপুল সম্মান জানানোর জন্যই এটা করা হয়। কিন্তু লতা মঙ্গেশকরের ক্ষেত্রে সম্ভবত এই অতি চেনা লব্জ বড় ম্যাড়মেড়ে দেখাবে। কেননা লতার মঙ্গেশকর এর প্রয়াণে তো একটি নয়, ভারতীয় সংস্কৃতিজগতের একাধিক যুগের অবসান ঘটল। যাতে ভেঙে গেল দেশ-কাল-সীমানার গন্ডী, জিতে গেল ভালবাসা আর সুরের জাদু।

সঙ্গীত শিল্পীর পরিচয় শুধুই সঙ্গীত শিল্পী। লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) দেশ কাল সীমানার গণ্ডি পেরিয়ে তিনিও অবিস্মরণীয়। তাঁর গানের মধ্যে দিয়েই তিনি চিরকাল বেঁচে থাকবেন মানুষের মনে। আর কে না জানে তিনি ছিলেন গভীর ক্রিকেটানুরাগী । কিংবদন্তির প্রয়াণে দেশ-বিদেশ থেকে শোকবার্তা এসেই চলেছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্ব ক্রিকেট জগৎ থেকেও এসেছে শোক বার্তা। এমনটাই তো স্বাভাবিক। ভারতীয় সুরসম্রাজ্ঞী প্রকৃত অর্থেই ছিলেন ‘কালচারাল আইকন’। লতার প্রয়াণে শোকের ছায়া পাকিস্তানেও। টুইট করে শোকবার্তা জ্ঞাপন করলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam) ও পিসিবি প্রধান রামিজ রাজা (Ramiz Raza)।

রবিবার পাকিস্থানী ব্যাটার বাবর আজম টুইটারে লিখলেন, “সোনালী যুগের সমাপ্তি। ওঁর ম্যাজিকের মতো কণ্ঠস্বর থেকে যাবে বিশ্বব্যপী লক্ষ লক্ষ মানুষের মনে। অতুলনীয় আইকন! শ্রীমতি লতা মঙ্গেশকরজি-র আত্মার শান্তি কামনা করি।” রামিজ রাজা লেখেন, “লতা মঙ্গেশকর ছিলেন সৌষ্ঠবের প্রতীক, তাঁর নম্রতা, সারল্যই তাঁকে মহৎ বানিয়েছে। সকেলর জন্য যা শিক্ষণীয়। কিশোর কুমারের পর এবার লতা মঙ্গেশকর চলে গেলেন। আমার সঙ্গীতের ভালবাসা ভেঙে গেল!”

শুধু পাকিস্তান নয়, শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ড্যারেন গঙ্গাও টুইট করে শোক প্রকাশ করেছেন। ৯২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গিয়েছেন ‘ ভারতের কোকিলকন্ঠী’।

রবিবার সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন লতা । তাঁর প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পশ্চিমবঙ্গেও আগামী কাল অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। শোকের আবহে গোটা দেশ সহ বিশ্বের অসংখ্য লতা অনুরাগী ।

এদিন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ এক দিবসীয় ক্রিকেট ম্যাচের আগে ভারতীয় দল লতা মঙ্গেশকর এর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করে। এছাড়াও ভারতীয় দলের সদস্যরা হাতে কালো ব্যান্ড বেঁধে এদিন খেলতে নেমেছিল।

এখানে আপনার মন্তব্য রেখে যান