এবার দেশজোড়া হিজাব বিতর্কে সরব বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার(Javed Akhtar)। সোশ্যাল মিডিয়ায় এদিন নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি যা বললেন..

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক তথা দেশজোড়া হিজাব বিতর্কে (Hijab Row)এবার সরব হলেন প্রখ্যাত বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার (Javed Akhtar)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি। কয়েকদিন ধরেই হিজাব বিতর্কে উত্তাল গোটা দেশ। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। ভিডিও টিতে দেখা যাচ্ছে , কর্ণাটকের উদপির পিই কলেজে হিজাব পরা ছাত্রীকে দেখে গেরুয়া উত্তরীয় পরা একদল যুবক নাগাড়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। তাতে পিছু না হটে পালটা এগিয়ে আসেন ওই ছাত্রী। চোয়াল শক্ত করে পালটা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে থাকে সে। প্রতিবাদী ওই ছাত্রীর নাম মুসকান।
বৃহস্পতিবার জাভেদ আখতার তাঁর টুইটে লেখেন, ‘আমি কখনই হিজাব বা বোরখা পরার পক্ষে ছিলাম না। আমি এখনও এর পক্ষে নই ।কিন্তু একইসঙ্গে একদল গুন্ডা যারা, একটি মেয়েকে হিজাব পরার জন্য ভয় দেখানোর চেষ্টা করে এবং ব্যর্থ হয়, তাদের জন্য ধিক্কার। এটাই কী তাদের কাছে পুরুষত্বের ধারণা?’ জাভেদ আখতারের পাশাপাশি হিজাব বিতর্কে সরব হয়েছেন স্বরা ভাস্কর থেকে হেমা মালিনী।

পাশাপাশি হিজাব বিতর্কে মুখ খুলেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনিও এই ঘটনার নিন্দা করে বলেছেন,”কলেজ আমাদের শিক্ষা আর হিজাব এর মধ্যে যে কোনো একটি কে বেছে নিতে বাধ্য করছে। হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে বাধা দেওয়া ভয়াবহ বিষয়। মহিলারা কম পোশাক পরুন বা বেশি, তাদের এখনো পণ্য বলে ভাবা হয়। ভারতীয় রাজনীতিকদের উচিত মুসলিম মহিলাদের কোনঠাসা করা বন্ধ করা।” (Karnataka Hijab Row)
হিজাব কাণ্ডে মুখ খুলে ওই ছাত্রী এক জাতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমি ভয় পাইনি। কলেজে ঢোকার সময় আমি বোরখা পরা দেখে তারা আমাকে ঢুকতে দিতে চাইছিল না। তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকলে আমি ‘আল্লাহু আকবার’ বলতে শুরু করি। কলেজের অধ্যক্ষও আমাকে সমর্থন করেছেন এবং আমাকে সুরক্ষা দিয়েছেন।”
প্রসঙ্গত, 2021 সালের ডিসেম্বর মাস থেকেই বিজেপি (BJP) শাসিত কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাবে পরা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত কয়েক দিনে তা চরমে পৌঁছেছে,যার রেশ পৌঁছেছে মধ্যপ্রদেশেও ।ফলে দেশে তো বটেই , মুখ খুলতে শুরু করেছে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
