স্কুলে নেই জল,১৫০ মিটার দূরে ছুটছে ছাত্রছাত্রীরা! রইলো ভিডিও

বেলপাহারির তুলসিবনী প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়ে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। ইতিমধ্যেই সরকারি নির্দেশে পঠন পাঠন এর পাশাপাশি শুরু হয়েছে মিড ডে মিল । তাই রান্না করা খাবার দেওয়া হচ্ছে স্কুলে। কিন্তু স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা না থাকায় রান্নার জল আনতে হচ্ছে অনেক দূর থেকে।এমনকি পড়ুয়া দের ও খাবার খাওয়ার আগে পরে থালা ,হাত ধুতে যেতে হচ্ছে ১৫০ মিটার দূরে এক জলাশয়ে।

দেখে নিতে পারেন নীচের ভিডিও টি।

ভিডিও সৌজন্যে-white politics

এখানে আপনার মন্তব্য রেখে যান