বেলপাহারির তুলসিবনী প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়ে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। ইতিমধ্যেই সরকারি নির্দেশে পঠন পাঠন এর পাশাপাশি শুরু হয়েছে মিড ডে মিল । তাই রান্না করা খাবার দেওয়া হচ্ছে স্কুলে। কিন্তু স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা না থাকায় রান্নার জল আনতে হচ্ছে অনেক দূর থেকে।এমনকি পড়ুয়া দের ও খাবার খাওয়ার আগে পরে থালা ,হাত ধুতে যেতে হচ্ছে ১৫০ মিটার দূরে এক জলাশয়ে।
দেখে নিতে পারেন নীচের ভিডিও টি।
