নিলামে এখনো পর্যন্ত সর্বোচ্চ দাম পেলেন এই ভারতীয় ক্রিকেটার

শুরু হয়েছে আইপিএল নিলামের কার্যক্রম। আজ (১২ ফেব্রুয়ারি) শুরু হওয়া নিলামে এখন পর্যন্ত সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতের ঈশান কিষান

ঈশান কিষান (ছবি সংগৃহিত)

১৫ কোটি ২৫ লক্ষে ঈশান কিষান যোগ দিলেন মুম্বইয়ে। ২ কোটি টাকার বেস প্রাইসের ইশান কিষানের জন্য দর হাঁকে মুম্বই। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। এই প্রথম কোনও ক্রিকেটারের জন্য নিলামে ১০ কোটি টাকার বেশি দর হাঁকে মুম্বই। সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে দর হাঁকে। শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় মুম্বই দলে নেয় ইশানকে। আইপিএল নিলামের ইতিহাসে ভারতের সব থেকে দামি উইকেটকিপার হলেন ইশান। 

শ্রেয়াস আইয়ার (ছবি সংগৃহিত)

রেকর্ড দামে বিক্রি হয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার (Shreyas Aiyar)। কলকাতা নাইট রাইডার্স (kolkata knight rider’s) আইয়ারকে কিনে নিয়েছে ১২ কোটি ২৫ লাখ টাকায় ।

এছাড়াও কাগিসো রাবাদাকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছে ৯ কোটি ২৫ লাখ টাকায়। এ ছাড়াও বিক্রি হয়েছেন শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও ফাফ ডু প্লেসি।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লাখে কিনেছে এবারের IPL এর নতুন দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (Lucknow SuperGiant)। এছাড়া নিতিশ রানাকে ৮ কোটি টাকায় আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ৪ কোটি ৪০ লাখ টাকায় ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে পুনরায় কিনেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

গত বছর ডিসেম্বর মাসে আইপিএল রিটেনশনের অনুষ্ঠান হয়েছিল। ১৫ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মহম্মদ সিরাজকে ৭ কোটি টাকা দিয়ে ধরে রাখে দল।

একই ভাবে এমএস ধোনিকে ১২ কোটি টাকা দিয়ে ও রোহিত শর্মাকে ১৬ কোটি টাকা দিয়ে ধরে রাখে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। 

এদিকে শনিবার নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান সঞ্চালক হিউ এডমেডেস (Hugh Edmeades)। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছিল তাঁর জন্য। সেই অবস্থাতেই সংজ্ঞা হারান হিউ।

হিউ এডমেডেস (ছবি সংগৃহিত)

কী হয়েছিল হিউয়ের? ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল, তাঁর পস্টিউরাল হাইপোটেনশন হয়েছিল। যাঁর অর্থ, এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবস্থান বদলাতেই আচমকা তাঁর রক্তচাপের হেরফের হয়। ফলে তিনি ভারসাম্য হারান। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, হিউয়ের অবস্থা স্থিতিশীল।

অসুস্থ হিউজ এডমেডসের পরিবর্তে বাকি অংশ সঞ্চালনা করছেন চারু শর্মা( Charu Sharma)।

এখানে আপনার মন্তব্য রেখে যান