
IPL 2022 এর নিলাম পর্বে সবার নজর ছিল কিং খানের কলকাতা নাইট রাইডার্সের (kolkata Knight Riders )দিকে। নিলামে শাহরুখ খান উপস্থিত না থাকলেও তার পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা উপস্থিত ছিলেন। গতবছর দুবাই তে অনুষ্ঠিত IPL এর দ্বিতীয় পর্বে ইংরেজ ক্রিকেটার ইয়ন মর্গ্যান (Eyon Morgan) এর নেতৃত্বে দুরন্তভাবে ফিরে আসে KKR, কিন্তু ফাইনালে চেন্নাইয়ের (CSK) কাছে সাতাশ রানে হেরে যায়। এবার কলকাতা সেই মর্গ্যানকে ছেড়ে দিয়েছে।
নিয়মানুযায়ী যে চারজন ক্রিকেটারকে কলকাতা রেখে দিয়েছে, তারা হলেন – আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ভরুন চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার । কলকাতা নাইট রাইডার্স IPL জিতেছিল 2012 এবং 2014 সালে। 2022 IPL এ যোগ দিয়েছে আরো দুটি দল – লক্ষ্ণৌ সুপার্যাযান্ট এবং গুজরাট টাইটান্স।
এবার দেখে নেওয়া যাক 12 ও13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত TATA IPL 2022 এর নিলাম থেকে কাদের কিনে নিল KKR…
প্যাট কামিন্স (Pat Cummins) – Rs 7.25 Crore
শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) – Rs 12.25 Crore
নীতিশ রানা (Nitish Rana) – Rs 8 Crore
শিবম মাভি (Shivam Mavi )– Rs 7.25 Crore

শেলডন জ্যাকসন (Sheldon Jackson) – Rs 60 Lakhs
অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) – Rs 1 Crore
রিঙ্কু সিং (Rinku Singh) – Rs 55 Lakh
অনুকূল রায় (Anukul Roy ) – Rs 20 Lakh
রশিখ সালাম দার (Rasikh Salam Dar )– Rs 20 Lakh
চামিকা করুনারত্নে (Chamika Karunaratne) – Rs 50 Lakh
বাবা ইন্দ্রজিৎ (Baba Indrajith) – Rs 20 Lakh
অভিজিৎ তোমার (Abhijeet Tomar) – Rs 40 Lakh
প্রথম সিং (Pratham Singh )– Rs 20 Lakh
ঋত্বিক চ্যাটার্জি (Writtick Chatterjee )– Rs 20 Lakh
অশোক শৰ্মা (Ashok Sharma) – Rs 55 Lakh
স্যাম বিলিংস (Sam Billings) – Rs 2 Crore
আলেক্স হালেস (Alex Hales) – Rs 1.5 Crore
মোহাম্মদ নবী (Mohammad Nabi )– Rs 1 Crore
উমেশ যাদব (Umesh Yadav )– Rs 2 Crore
আমান খান (Aman Khan )– Rs 20 Lakh
টিম সাউদি (Tim Southee) – Rs 1.5 Crore
রমেশ কুমার (Ramesh Kumar) – Rs 20 Lakh
