মুক্তির আগেই আবারও বিতর্কে সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। ছবিটির চলচ্চিত্রায়নের বিরুদ্ধে ক্ষোভ বিরুদ্ধে প্রকাশ করেছে স্বয়ং গাঙ্গুবাই পরিবার। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনসালি (Sanjay Leela Bhansali) পরিচালিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।

মুক্তির আগেই আবারও বিতর্কে সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। ছবিটির চলচ্চিত্রায়নের বিরুদ্ধে ক্ষোভ বিরুদ্ধে প্রকাশ করেছে স্বয়ং গাঙ্গুবাই পরিবার। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনসালি (Sanjay Leela Bhansali) পরিচালিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) । এই ছবিতে (Alia Bhatt) নাম ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট (Alia Bhatt) । হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’ (Mafia Queens of Mumbai) এর একটি অধ্যায় থেকে সংগৃহীত , মুম্বইয়ের পতিতাপল্লী থেকে উঠে আসা গাঙ্গুবাইয়ের মাফিয়া এবং সমাজকর্মী হয়ে ওঠার গল্পই চলচ্চিত্রের মূল প্রতিপাদ্য বিষয়।

গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ীনামে পরিচিত
(চিত্র সংগৃহীত)
২০২০ সালে গঙ্গুবাইকে নিয়ে ছবি হচ্ছে জানার পরই আইনি লড়াই শুরু করে গাংগুবাই পরিবার। পরিবারের আইনজীবীর দাবি, “গঙ্গুবাইয়ের পরিবারের সদস্যদের এখন লুকিয়ে বেড়াতে হচ্ছে। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও প্রশ্ন তুলছেন, যে গঙ্গুবাই আদৌ সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী।” তিনি আরও জানান, গঙ্গুবাইয়ের পরিবারের সদস্যগন মানসিক ভাবে বিপর্যস্ত । এ নিয়ে ছবির পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী (Sanjay Leela Bhansali)এবং হুসেন জা়ইদি (Hussain Zaidi) কে আইনি নোটিস পাঠালেও কোনো সুরাহা হয়নি।
২০২১ সালে আদালতের দ্বারস্থ হন গঙ্গুবাইয়ের পালিত পুত্র বাবু রাওজি শাহ। মুম্বইয়ের একটি আদালতের তরফে সমন যায় পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং আলিয়া ভট্টের কাছে। পরবর্তী কালে বম্বে হাই কোর্ট ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। গাঙ্গুবাইয়ের পরিবারের আইনজীবী সংবাদ মাধ্যমে বলেন , “গাঙ্গুবাইকে (Gangubai Kathiawadi) যেভাবে চিত্রিত করা হয়েছে তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। এটা অশ্লীল। আপনারা একজন সমাজকর্মীকে পতিতা হিসেবে তুলে ধরেছেন। কোন পরিবারই বা এমনটা পছন্দ করবে?গাঙ্গুবাইকে একজন ভ্যাম্প এবং লেডি ডন হিসেবে তৈরি করা হয়েছে “।
গঙ্গুবাইয়ের নাতনি ভারতী বলেন, “ছবির নির্মাতারা টাকার লোভে আমাদের পরিবারকে অপমান করেছেন। এটা কখনওই মেনে নেওয়া যায় না।” তাঁর আরও দাবি, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিটি তৈরির আগে পরিবারের অনুমতি নেওয়া হয়নি। পরিবারের দাবি , এই সিনেমায় গাঙ্গুবাইকে (Gangubai Kathiawadi) সমাজকর্মী হিসেবে না দেখিয়ে যৌনকর্মী হিসেবেই তুলে ধরা হয়েছে। এতেই আপত্তি জানিয়েছে গাঙ্গুবাই পরিবার।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির দত্তক (Gangubai Kathiawadi’s adoptive son) নেওয়া পুত্র বাবুজি শাহ (Baburaoji) অভিযোগ জানিয়ে বলেন, “আমার মাকে যৌনকর্মীর ভূমিকায় দেখানো হয়েছে। লোকজন এখন আমার মা সম্পর্কে নোংরা কথা বলছে।” অনেকেরই অজানা, ২০২১ সালের মার্চ মাসে, বাবুজি শাহ এই সিনেমাটির বিরুদ্ধে মানহানির মামলা করেন। বাবুরাওজির মতে, সিনেমাটিতে এমন দৃশ্য রয়েছে যা গাঙ্গুবাইয়ের খ্যাতিকে হেয় করছে এবং গাঙ্গুবাইকেও নীচু চোখে দেখানো হচ্ছে।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট (গাঙ্গুবাই) , অজয় দেবগন (করিম লালা) , বিজয় রাজ (রাজিয়া বাই) , হুমা কুরেশি (দিলরুবা), শান্তুনু মহেশ্বাড়ী , ইন্দিরা তিওয়ারি , সীমা ভার্গব , বরুন কাপুর , জিম সার্ভ ,
এ এম তুরাজ , কুমার এবং ভোজক অশোক আনজামের কথায় ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি।

সিনেমার গল্পটি হুসেন জাইদির ( Hussain Zaidi )বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’-এর একটি অধ্যায় থেকে সংগৃহীত। আলিয়া ছাড়াও এই চলচ্চিত্রে দেখা যাবে বিজয় রাজ এবং সীমা পাহওয়াকে। অজয় দেবগনকেও এই সিনেমায় একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তি পাবে আগামী ২৫ ফেব্রুয়ারি।
গাঙ্গুবাই কাথিয়াওয়ারি ছবি গতবছর জুলাই মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটির বিরুদ্ধে আদালতে মামলা ও কোভিড এর দ্বিতীয় তরঙ্গের কারণে এটি স্থগিত করা হয়েছিল । এরপরে এটি 6 জানুয়ারী 2022-এ বিশ্বব্যাপী মুক্তির জন্য নির্ধারিত ছিল, কিন্তু এসএস রাজামৌলির ছবির সাথে মুক্তির দিন এড়াতে , দিন পরিবর্তন করে 25 ফেব্রুয়ারি করা হয়েছে। ইতিমধ্যেই গালা বিভাগে 72 তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটির ওয়ার্ল্ড প্রিমিয়ার সম্পন্ছবিটির ট্রেলার 👇👇👇 মুক্তি পেয়েছে।
