ইউনিস এর তান্ডবে লন্ডভন্ড ইউরোপ , উড়ে যাচ্ছে মানুষ !

১৯৬ কিমি বেগে প্রবাহিত ঘূর্ণিঝড় ‘ইউনিস’এর  তান্ডবে বিধ্বস্ত ব্রিটেন সহ পূর্ব ইউরোপ। রইলো ভিডিও

নিজস্ব প্রতিবেদন :  অতি ভয়ানক ঘূর্ণিঝড় ‘ইউনিস’এর তান্ডবে বিধ্বস্ত ব্রিটেন (Storm Eunice) সহ পূর্ব ইউরোপ । ১৯৬ কিমি বেগে প্রবাহিত ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ থেকে ১০ জনের। গোটা ব্রিটেন জুড়েই ঝড়ের প্রভাব পড়েছে। লক্ষ লক্ষ মানুষকে ঝড়ের দাপট (Storm Eunice) থেকে বাঁচতে আশ্রয় নিতে হয়েছে শরণার্থী শিবিরে। শুক্রবার এই ঝড়ের দাপটে কার্যত তছনছ সাজানো শহর লন্ডন। হওয়ার দাপটে উড়ে গেছে লন্ডনে র O2 স্টেডিয়ামে র ছাদ। বন্ধ বিমান , ট্রেন ও ফেরি পরিষেবা। বস্তুত, গোটা পূর্ব ইউরোপ জুড়েই ঝড়ের তান্ডব দেখা দিয়েছে। বিপুল সংখ্যায় মানুষের প্রাণহানীর আশঙ্কা থেকে বাঁচতে লাল সতর্কতা জারি করেছে ব্রিটেন প্রশাসন।

ক্ষতিগ্রস্ত লন্ডনের O2 স্টেডিয়াম,রয়টার্স

১৯৬ কিলোমিটার বেগে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ইউনিস এর দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন ছাড়াও আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও পোল্যন্ডের বহু এলাকা। শুধুমাত্র ব্রিটেনেই ২ লাখ বাড়ি বিদ্যুৎ হীন । ইউরোপজুড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।

বিদ্যুত্ ফেরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে সে দেশের এমার্জেন্সি সার্ভিস। ওই বিভাগের মতে ইউনিসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ লাখ বাড়ির বিদ্যুত্ সরবরাহ। ঝড়ের গতি কোথাও কোথাও ১২২ মাইল বা ১৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছছে। 

ঝড়ের দাপটে ব্রিটেনের বহু জায়গায় পরিবহন ব্যবস্থার অবস্থা বেহাল। ব্রিটিশ রেলের তরফে সাধারণ মানুষকে আপাতত ট্রেন সফর এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। ট্রেন সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে নেদারল্যন্ডসে। ওভারহেড বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোস্টার-এর মতো আন্তর্জাতিক ট্রেন সার্ভিস। ফ্রান্সেও রেল ও জলপথ পরিবহন ব্যবস্থা যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্থ হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৭-র গ্রেট স্টর্ম এর পর এত শক্তিশালী ঝড় আর কখনও হয়নি ব্রিটেনে। এত বছর পর এই প্রথম লাল সতর্কতা (Red Warning)জারি করা হয় ব্রিটেনে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় ব্রিটিশ আবহাওয়া দফতর দক্ষিণ ইংল্যান্ড উপকূল ও সাউথ ওয়েলসে (South Wails)হলুদ সতর্কতা (Yellow Warning)জারি করেছে। 

সোশ্যাল মিডিয়ায় পাওয়া একটি ভিডিও তে দেখা যাচ্ছে , ঝড়ের দাপটে লন্ডনের রাস্তায় উড়ে যাচ্ছে মানুষ।

কৃতজ্ঞতা স্বীকার- টুইটার

এখানে আপনার মন্তব্য রেখে যান