ভারতকে ব্রেট লি তার সেকেন্ড হোম বলেই মনে করেন। অস্ট্রেলিয়ার নৈসর্গিক দৃশ্য সহ সাংস্কৃতিক স্থানগুলো উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন।

বিশ্ব ব্যাপী কোভিড অতিমারির কারনে ভ্রমণ বিধিনিষেধের পাশাপাশি ভ্রমণকারীদের মধ্যে চাহিদা হ্রাসের কারণে পর্যটন শিল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে , কারণ বহু দেশ অতিমারী নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায় ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি চালু করেছে , যা এখনো কোনো কোনো দেশে চালু আছে ।বিশ্বজুড়ে অনেক পর্যটন ক্ষেত্র যেমন, যাদুঘর, বিনোদন পার্ক এবং খেলাধুলার স্থান, ধর্মীয় স্থান সহ বিভিন্ন পর্যটক আকর্ষণকারী স্থান বন্ধ রয়েছে।
মহামারীর ফলস্বরূপ, অনেক দেশ সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলে নাগরিক বা সাম্প্রতিক ভ্রমণকারীদের জন্য পৃথকীকরণ, প্রবেশ নিষেধাজ্ঞা বা অন্যান্য বিধিনিষেধ আরোপ করেছে। যা সমস্ত বিদেশীর জন্য দেশ এবং অঞ্চলগুলিতে প্রযোজ্য অথবা তাদের নিজস্ব নাগরিকদের বিদেশ ভ্রমণে প্রযোজ্য।
বিশ্বজুড়ে ভ্রমণে আগ্রহ হ্রাস সহ, এই সীমাবদ্ধতাগুলি সেসব অঞ্চলের পর্যটন শিল্পে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলেছে। পর্যটন শিল্প এর উপর সারা বিশ্বের একটা বড় অংশের মানুষ নির্ভরশীল। বিমান পরিবহন, স্থল পরিবহন,জল পরিবহন সহ হোটেল, রেস্তোরাঁ,ক্যাসিনো,ক্রুজ বাণিজ্য প্রভৃতি যে সব ক্ষেত্র পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত , প্রতিটি ক্ষতির সম্মুখীন হয়েছে ।
2019 থেকে 2022 একের পর এক নতুন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হয়েছে প্রাণঘাতী কোভিড। আর তা থেকে নিজের নাগরিকদের বাঁচাতে দরজা বন্ধ করতে হয়েছে অস্ট্রেলিয়া, ব্রিটেন, নিউজিল্যান্ড, আমেরিকা , চীন , কানাডা, ভারত , ফ্রান্স, পর্তুগাল , ব্রাজিল , নরওয়ে , ডেনমকি , সিঙ্গাপুর , দুবাই , বসনিয়া , মালয়েশিয়া, হংকং, জাপান , ইন্দোনেশিয়া মতো পর্যটকদের আকর্ষণ এর কেন্দ্র বিন্দুতে থাকা প্রায় সব দেশকে। বিশ্বে প্রতিবছর পর্যটন শিল্পে বিনিয়োগ হয় কয়েক কোটি মার্কিন ডলার। গত দুবছরে এই বিনিয়োগ এবং এখান থেকে আয় নেমে এসেছে অনেক নীচে।
তবে এর মধ্যেই ভারতীয় পর্যটকদের আশার কথা শুনিয়েছেন কিংবদন্তি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি (brett lee)। ইতিমধ্যেই দেশে পর্যটকদের জন্য দরজা খুলে দিয়েছে অস্ট্রেলিয়া। আর সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের সে দেশে আমন্ত্রণ জানিয়েছেন ব্রেট লি। একই সঙ্গে অস্ট্রেলিয়ালিয়ার নৈসর্গিক দৃশ্য সহ সংস্কৃতি বিষয়ক স্থানগুলো উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন।

ভারতকে ব্রেট লি তার সেকেন্ড হোম বলেই মনে করেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi) ব্রেট লি কে প্রজাতন্ত্র দিবদের (Republic Day)শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। প্রসঙ্গত , ব্রেট লি র টুইটার আকাউন্টেও ( @BrettLee_58 ) সর্বদা জ্বল জ্বল করে অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতের জাতীয় পতাকা। তাই এ দেশকে তিনি কতটা ভালোবাসেন তা সহজেই অনুমেয়।ভারতীয়দের জন্য আর বিশেষ আমন্ত্রণ বার্তা তারই অংশ।
