
একবিংশ শতাব্দীতে মোট 12 টি প্যালিন্ড্রোম ডেট (Palindrome Date)পড়েছে। তার মধ্যে আজ তৃতীয় প্যালিন্ড্রোম । কি এই ‘প্যালিন্ড্রোম’?
আজ এমন একটি দিন যা আসে প্রতি ১১ বছর পর পর। আজ অঙ্কের বিচারে আশ্চর্যরকম মিলে যায় দিন, মাস, বছরের সংখ্যা। আজ ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ (Date Of February)। অর্থাৎ তারিখের ফরম্যাট দাঁড়াচ্ছে ২২.০২.২০২২। অর্থাৎ সামনে থেকে গুনলেও যা হবে, পিছন দিক থেকে গুনলেও তা হবে। এমন দিন শুধু দূর্লভ নয়, প্রায় অসম্ভবের মতো (Date Of February)। এটিকে বলে প্যালিন্ড্রোম ডেট।

যেহেতু আজ মঙ্গলবার, তাই অনেকেই এটিকে বলছেন ‘টুজ্ ডে’ (Two’s day)।
সাধারণত আমরা মাস, তারিখ লিখি ব্রিটিশ ফরম্যাটে (dd/mm/yyyy)। সেখানে প্রথমে আসে তারিখ, তারপর মাস ও তার পর বছর।

তবে আমেরিকার সাল তারিখ লেখার পদ্ধতি একটু ভিন্ন। সেটিতে প্রথমে মাস, তারপর তারিখ, তার পর বছর (mm/dd/yyyy) আসে। আমেরিকার নিয়ম অনুসারে ২০ ফেব্রুয়ারিও এমন একটি প্যালিন্ড্রোম দিন ছিল, যেখানে তারিখের শুরু বা শেষ থেকে দেখলে একই রকম অর্থাৎ , ২.২০.২০২২।
২০০১ সাল থেকে ২০৯৯ সাল পর্যন্ত মাত্র ১২ টি এমন দিন পাওয়া যাবে। এর প্রথম দিনটি ছিল ২ অক্টোবর ২০০১ (১০.০২.২০০১) এবং শেষ দিনটি থাকবে ২২ সেপ্টেম্বর ২০৯২ সালের ২৯ ফেব্রুয়ারি (২৯.০২.২০২৯)। আজকের দিনটি, অর্থাৎ ২ ফেব্রুয়ারি, ২০২২-এর মতো ডেট ফরম্যাট প্রতি ১১ বছর অন্তর দেখা যায়। এর পরেরটি দেখা যাবে ১১ বছর বাদে, ৩ মার্চ ২০৩৩ সালে(০৩.০৩.২০৩৩। তবে এই দিনটির গুরুত্ব আরও। কারণ এই দিনটিতে পুরো আট সংখ্যার সমতা দেখা যাচ্ছে। কোনও পরিবর্তন ছাড়াই। এর পর এমনই একটি সাত সংখ্যার সাম্য দেখা যাবে ২২২২ সালের ২২ ফেব্রুয়ারি , ২০০ বছর পরে।

এই বিশেষ 22.02.2022 দিনটিকে স্মরণীয় করে রাখতে সমাজ মাধ্যম ভরে গেছে নানান ধরণের পোস্টে। অনেকে শুভেচ্ছা বিনিময় করছেন প্রিয় জনের সঙ্গে। দিল্লি পুলিশও মানুষকে সচেতন করতে আজকের দিনটিকে বেছে নিয়েছে ।
ট্যুইট বার্তায় দিল্লি পুলিশ বলছে , “সবাইকে টুজডের শুভেচ্ছা জানানো হচ্ছে।আজকের দিনটি যেহেতু 22022022, আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই , গতি বাড়ানোর আগে দুবার বাবা মায়ের কথা ভাবুন”
