কিলি পল কে সম্মানিত করল তানজানিয়ার ভারতীয় হাই কমিশন

সুদূর তানজানিয়া থেকে হিন্দি ছবির গানে লিপ দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছেন কিলি পল। তাকে এবার সন্মান জানালো তানজানিয়ার ভারতীয় হাই কমিশন।

কিলি পল ও তার বোন নিমা পল

নিজস্ব প্রতিবেদন : ইন্সট্রাগ্রামে ভারতীয়দের মধ্যে প্রবল জনপ্রিয় কিলি পলকে সম্মানিত করল তানজানিয়ার ভারতীয় দূতাবাস (Indian High Commission in Tanzania)। তানজানিয়ার বাসিন্দা কিলি পল (Kili Paul) বিভিন্ন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় গানে গলা মিলিয়ে রীতিমতো ভাইরাল হয়েছেন ইনস্টাগ্রাম (instragram)সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সোমবার ভারতীয় হাই কমিশন টুইটারে “ভারতে লক্ষ লক্ষ হৃদয় জয় করা” (millions of hearts in india) তাঁদের এই ‘বিশেষ অতিথি’ সম্পর্কে পোস্ট করেছে।

সৌজন্যে-টুইটার

সুদূর আফ্রিকায় থেকেও বলিউডের গানে মেতেছেন কিলি ও তার বোন নিমা । তাঁদের প্রিয় গায়ক জুবিন । বেশিরভাগ জুবিনের গানেই লিপ সিঙ্ক করে ভিডিও তৈরি করেন তাঁরা। শুধু নেটদুনিয়া নয় কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্রাদের মতো তারকারাও বাহবা দিয়েছেন। আকাশছোঁয়া সাফল্যের মাঝে এই সম্মান পেয়ে বেজায় আপ্লুত কিলি পল।

গত পয়লা ডিসেম্বর ‘শেরশাহ’ সিনেমার ‘রাতা লম্বিয়াঁ’ গানটির ভিডিও তৈরি করেন কিলি ও নিমা। সোশ্যাল মিডিয়ায় তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তার জেরেই দুই ভাই-বোনকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তারপরেই কিলি এবং নিমা পল রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন। কিলি পলের (Instagram Sensation Kili Paul) ইনস্টাগ্রামে ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন। আয়ুষ্মান খুরানা, গুল পনাগ, রিচা চাড্ডা সহ অনেক  ভারতীয় অভিনেতাও তাঁকে ফলো করেন।

জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রের গানে ঠোঁট মেলানোর পাশাপাশি কিলি পল নিজের ভিডিওতে নাচও প্রদর্শন করেন । কিলি পলের ভিডিওগুলির মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছিল শেরশাহ চলচ্চিত্রের ‘রাতা লম্বিয়া’ গানের ভিডিওটি। ওই ভিডিওতে কিলির বোন নিমাকেও দেখা যায়।

নিজ তানজানিয় সংস্কৃতির পোশাকেই ভিডিওগুলি তৈরি করেন কিলি (Instagram Sensation Kili Paul)। তানজানিয়ার ঐতিহ্য বজায় রেখেই সুদূর ভারতের বিখ্যাত গানগুলিকে আরও প্রসারের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করে নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কিলি পল।

ভারতীয় সঙ্গীত কে সুদূর আফ্রিকার দেশ তানজানিয়ায় বসে এইভাবে তুলে ধরার জন্য কিলি পলকে বিশেষ সম্মাননা প্রদান করেছে তানজানিয়ার ভারতীয় দূতাবাস। এই বিশেষ সম্মান পাওয়ার জন্য কিলিকে (Instagram Sensation Kili Paul) অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। প্রত্যুত্তরে কিলি পলও তাকে বিশেষ সম্মাননা জানানোর জন্য ভারতীয় হাই কমিশন ও ভারতবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জয় হিন্দ অভিবাদনও জানিয়েছেন।

সৌজন্যে-ইন্সট্রাগ্রাম

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে (Kili Paul’s Instagram profile) নিজেকে “নৃত্যশিল্পী এবং বিষয়বস্তু নির্মাতা”(Dancer and Content creator) হিসাবেই তুলে ধরেছেন কিলি পল। তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে , যেখানে তাঁর জনপ্রিয় সব ভিডিও পোস্ট করা হয়।

সৌজন্য-ইন্সট্রাগ্রাম

কিলির সাম্প্রতিক পোস্টগুলির মধ্যে ছিল পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এর জনপ্রিয় ‘কাঁচা বাদাম’ গান নিয়ে। কিলি পলের বোন নিমাকেও এই গানে নাচতে দেখা গিয়েছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান