রুশ হামলায় একের পর এক বিস্ফোরনে কাঁপছে ইউক্রেন,জোরালো হচ্ছে বিশ্বযুদ্ধের ভ্রুকুটি

বিশ্বের আশঙ্কাই সত্য হল। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করল রাশিয়া। এদিকে আমেরিকা সহ ন্যাটো ভুক্ত দেশ গুলি পাল্টা হুঁশিয়ারি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদন : এড়ানো গেল না ধ্বংসাত্মক যুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে ইউক্রেনের বিরুদ্ধে পুরোদমে সামরিক অভিযান শুরু করে দিলো রাশিয়া। ক্রিমিয়ার মধ্য দিয়ে ইউক্রেনে ঢুকে পড়লো রুশ সেনা।

Russia Ukraine Conflict: রুশ আক্রমণের মুখে ইউক্রেনের লুগানস্কের দুটি শহরের আত্মসমর্পণ
ছবি- ANI

এদিকে ইউক্রেন নিয়ে তৃতীয় কোনো বিদেশি শক্তি নাক গলালে তার ফল ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট । যুদ্ধের প্রস্তুতি হিসেবে আগেই ইউক্রেন সীমান্তে এয়ারস্পেস বন্ধ করেছে রাশিয়া। ইউক্রেনও তাদের ৩টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। গোটা দেশে গতকাল থেকে জারি করা হয়েছে জরুরি অবস্থা,বলবৎ হয়েছে সামরিক আইন।

যুদ্ধ ঘোষণা করেই একসঙ্গে ইউক্রেনের ২৩ টি শহরে আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের পূর্বাঞ্চলে বিভিন্ন শহরকে নিশানা করা হয়েছে। ইউক্রেনের আধিকারিকরা বলেছেন, রাশিয়ার ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল কিয়েভের বেশ কিছু জায়গা লক্ষ্য করে ছোড়া হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের নৌবহর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মিসাইল ও রকেট হামলার কারণে কিয়েভ ও খার্কিভে ইউক্রেনের সেনা কম্যান্ডের পোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। খারকিভে ক্ষেপণাস্ত্র হামলার জেরে ধ্বংস হয়েছে বহু বাড়ি । ইউক্রেন তার প্রশাসনিক কাজকর্ম সরিয়ে নিয়ে গেছে আপাত নিরাপদ পোল্যান্ড সীমানায় । এখনো পর্যন্ত যুদ্ধের বলি হয়েছেন ৯ জন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ইউক্রেনে রুশ হামলার জেরে যে মৃত্যু ও ধ্বংসলীলা হবে তার জন্য শুধু রাশিয়া-ই দায়ী থাকবে। গোটা বিশ্ব এর জন্য শুধু রাশিয়াকেই দায়ী করবে।আমেরিকা ও তার মিত্রশক্তি ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে। রাশিয়াকে জবাবদিহি করতে বাধ্য করবে বিশ্ব।

জো বাইডেন বলেন, ” ইউক্রেনের জনগণের সাথে রয়েছে সারা বিশ্বে র মানুষের প্রার্থনা। কারণ তারা রাশিয়ার দ্বারা বিনা প্ররোচনায় এবং অযৌক্তিকভাবে সাম্রাজ্যবাদী আক্রমণের শিকার হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন পূর্বপরিকল্পিত একটি যুদ্ধ বেছে নিয়েছেন, যা জীবন ও মানুষের দুর্ভোগ ডেকে আনবে।” এদিকে ইউক্রেন সংকট নিরসনে সমাধান সূত্র খোঁজার উদ্দেশ্যে জরুরি বৈঠকে বসছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন এবং আমেরিকাকে নিয়ে গঠিত জি-৭ গোষ্ঠী ।

Joe Biden on Russia :
ছবি-ANI

এখানে আপনার মন্তব্য রেখে যান