দেড় দিন অতিক্রান্ত। যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। একের পর এক রুশ মিসাইলের আঘাতে জ্বলছে ইউক্রেন।অন্য দিকে, রুশ ট্যাঙ্ক এ Z চিহ্ন কিসের জন্য?

নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই সমস্ত জল্পনা, পশ্চিমী হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান (Russia ukrene conflict)শুরু করেছে রাশিয়া। ডানবাস , ক্রিমিয়া , কৃষ্ণসাগর উপকুল দিয়ে ইউক্রেনে ঢুকেছে রুশ বাহিনী। ইউক্রেনের আকাশে ঘন ঘন রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। স্থলপথে ইউক্রেনের ভিতরে প্রবেশ করেছে রাশিয়ার ট্যাঙ্ক।
এদিকে মার্কিন গোয়েন্দা বাহিনীর দাবি, অনেক দিন আগে থেকেই ইউক্রেন আক্রমনের প্রস্তুতি নিয়েছে রাশিয়া। এর পক্ষে প্রমান হিসেবে মার্কিন গোয়েন্দা সংস্থা সামনে এনেছে একাধিক উপগ্রহ চিত্র। সেখানে দেখা যাচ্ছে রাশিয়ার যে ট্যাংক গুলি বেলারুশের সঙ্গে মহড়ায় অংশ নিয়েছিল , সেগুলিকেই ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়ার সেনা।
রাশিয়া যে অনেক দিন আগে থেকেই তিনদিক থেকে ইউক্রেনে সামরিক অভিযান এর পরিকল্পনা করছে তার প্রমান রাশিয়ার ট্যাংক গুলিতে Z অক্ষর লেখা(Russia ukrene conflict)। প্রত্যেকটি সেনাবাহিনীরই নিজস্ব কিছু গোপন কোড থাকে। এক্ষেত্রেও Z কোনো সাংকেতিক চিহ্ন।কিন্তু রহস্য অন্য জায়গায়।


ইউক্রেনের তিনদিকেই রাশিয়ার সীমানা। শুধু মাত্র পশ্চিমদিকে পোল্যান্ড সীমানাই বর্তমানে ইউক্রেনের জোরের জায়গা। আর রাশিয়া পূর্ব, উত্তর ও দক্ষিণ তিন দিক দিয়েই আকাশ ও স্থলপথে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকেছে। বিভিন্ন দিক থেকে অগ্রসর হওয়ার ফলে যেকোনো সময় ভুলবশত দুটি রুশ ট্যাংক মুখোমুখি হয়ে যেতে পারে। আর সেটি এড়ানোর জন্য একটি পুরোনো সামরিক কৌশল অবলম্বন করেছে রাশিয়া(Russia ukrene conflict)
এর আগে উপসাগরীয় যুদ্ধে ব্রিটেন ও আমেরিকার ট্যাংক যাতে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত না হয় তাই ট্যাংক গুলির গায়ে বিশেষ সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছিল। এবারে রাশিয়া আগে থেকেই চতুর্দিক থেকে ইউক্রেন আক্রমনের প্রস্তুতি নিয়েছে , ফলে ভুলবশত নিজেদের ট্যাঙ্ক গুলি যাতে মুখোমুখি না হয়ে যায় তাই রুশ ট্যাঙ্কের গায়ে দেওয়া হয়েছে Z চিহ্ন।
রাশিয়া মুখে যতই বলুক ইউক্রেন দখলের পরিকল্পনা তাদের নেই , এই Z চিহ্নই প্রমাণ দিচ্ছে রাশিযা গভীর পরিকল্পনা করেই যুদ্ধে নেমেছে।
