দেশ বাঁচাতে ৮০ বছর বয়সে সেনায় যোগ, যুদ্ধে নামার বার্তা জেলেনস্কি র

আশির দোরগোড়ায় দাঁড়ানো এক ইউক্রেনীয় বৃদ্ধ দেশের সঙ্কটে দেশের পাশে দাঁড়াতে সেনায় যোগ দিতে এগিয়ে এসেছেন।অস্ত্রহাতে যুদ্ধে নামার বার্তা ইউক্রেন প্রেসিডেন্ট এর।

নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার ইউক্রেন দখল কার্যত সময়ের অপেক্ষা । মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা । এমতাবস্থায় গতকালই এক আবেগঘন বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসন ঠেকাতে দেশ বাসীকে হাতে অস্ত্র তুলে নিতে বলেছেন। সেই ডাকে সাড়া দিয়ে আশির দোরগোড়ায় দাঁড়ানো এক ইউক্রেনীয় বৃদ্ধ দেশের সঙ্কটে দেশের পাশে দাঁড়াতে , হাতে একটি স্যুটকেস নিয়ে সোজা হাজির হন ইউক্রেনীয় সেনা বাহিনীর (Ukrainian army) ছাউনিতে। রাশিয়ার (Russia) বিরুদ্ধে দেশের হয়ে যুদ্ধ করবেন তিনিও। অসমর্থ দুটো হাতে বন্দুক তুলে দেশের শত্রুর চোখে চোখ রাখতে পিছপা নন তিনি। আর এই ছবিই ভাইরাল সমাজ মাধ্যমে। 

শুক্রবার ছবিটি শেয়ার করেছেন ইউক্রেনের প্রাক্তন ফার্স্ট লেডি কাতেরিনা মাইখাইলিভনা ইউশচেঙ্কো (Kateryna Mykhaylivna Yushchenko)। এই ছবিটি শেয়ার করার পর তিনি টুইটার ক্যাপশনে লিখেছেন, “কেউ একজন ৮০ বছরের এই বৃদ্ধের ছবি পোস্ট করেছেন। যিনি সেনাবাহিনীতে যোগ দিতে গিয়েছেন এবং তার সঙ্গে রয়েছে একটি ছোট স্যুটকেস। যাতে ২ টি-শার্ট, এক জোড়া অতিরিক্ত ট্রাউজার, একটি টুথব্রাশ এবং দুপুরের খাবারের জন্য কয়েকটি স্যান্ডউইচ রয়েছে৷  তিনি বলেছিলেন যে তিনি এটা তার নাতি-নাতনিদের জন্য করছেন।”

একের পর এক অঞ্চল দখল করে রুশ বাহিনী রাজধানী কিভে ঢুকে পড়েছে।রাজধানী বাঁচানোর তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনা। আমেরিকা , ব্রিটেন বা ন্যাটো পাশে থাকার কথা বললেও কেউই সরাসরি ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তারা শুধুমাত্র রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেই দায় সেরেছে। সীমিত শক্তি নিয়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়াতে সাধারণ মানুষ যুদ্ধ বিরোধী বার্তা দিয়ে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন।

তিনদিক থেকে ইউক্রেনে হানা রাশিয়ার চিত্র সৌজন্যে : আনন্দ বাজার পত্রিকা

এদিকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এর ভোটাভুটিতে এগারো দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল ভারত,চীন ও সংযুক্ত আরব আমিরাশাহী(UAE)। প্রস্তাবে ভেটো প্রয়োগ করে রাশিয়া। ফলে প্রস্তাব টি বাতিল হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেশ ছেড়ে বের করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও , তা ফিরিয়ে দিয়েছেন জেলেনস্কি। ইউক্রেন সেনার পাশে দাঁড়িয়ে এবার তিনিও অস্ত্রহাতে যুদ্ধে নামার বার্তা দিয়েছেন। কোনো ভাবেই দেশকে রাশিয়ার হাতে তুলে দিতে নারাজ জেলেনস্কি।

চিত্র:সংগৃহিত

সৌজন্যে : টুইটার

এখানে আপনার মন্তব্য রেখে যান