বর্তমানে ভারতীয় ক্রিকেট টিমের পিলারদের মধ্যে অন্যতম বিরাট কোহলি (Virat Kohli)। বরাবরই তিনি খবরের শিরোনামে থাকেন। তবে কিছুদিন ধরে বিরাট কোহলি বিশেষভাবে চর্চায় রয়েছে। কারণ তাঁর ঐতিহাসিক ১০০ তম টেস্ট ম্যাচ ( 100th test)। বিরাট কোহলি আজ ১০০ তম টেস্ট ম্যাচ খেলতে গেছেন। এই ১০০ তম টেস্ট ম্যাচে শতরান করতে পারলেন কি?
খেলা মানেই তো জয়, পরাজয় দুটোই রয়েছে। একজন যেমন রোজ হারতে পারে না, তেমনই কেউ রোজ হারতেও পারে না। আর জয়-পরাজয় তো একে অপরের পরিপূরক। বিরাট কোহলিও বহু ম্যাচ হেরেছেন, আবার বহু ম্যাচে তিনি নিশ্চিত করেছেন ভারত বিজয়। কিন্তু বিরাট কোহলির মতো একজন যোগ্য ক্রিকেটার, অধিনায়কের থেকে শত রান আশা করাই যায়। ক্রিকেটপ্রেমীরা আশা করেছিল কোহলি তাঁর ১০০ তম ক্রিকেট ম্যাচে শত রান করবেনই। কিন্তু না, সেগুড়ে বালি। শতরান তো দূরে থাক, হাফসেঞ্চুরি থেকেও পাঁচ রান দূরেই থমকালো বিরাটের ইনিংস।
ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলির সর্বমোট (Virat Kohli) স্কোর ৪৫। টসে জিতে প্রথম ব্যাট নেয় ভারত। টসে জিতে ক্যাপ্টেন রোহিত ম্যাচ শুরু করেন। বিরাট কোহলির সময় এলে তিনি বেশ ভালোই খেলছিলেন। তবে শতরান হয়নি। তিনি ৭৬ বলে ৪৫ রান করেন৷ প্রথম ম্যাচে শতরান না করায় মনখারাপ ক্রিকেটপ্রেমী ও বিরাটের ভক্তদের। তবে দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি কতটা সামাল দেন কোহলি সেটাই দেখার।
বিরাট কোহলির শততম ম্যাচে শতরান না করতে পারলেও তিনি তাঁর ক্রিকেট জীবনে টেস্ট ম্যাচে মোট ৮০০০ রানের মাইল ফলক অতিক্রম করলেন। কোহলির শততম টেস্ট ম্যাচের জন্য বিসিসিআই তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করলো। রাহুল দ্রাবিড় কোহলির হাতে ট্রফি তুলে কোহলির ভূয়সী প্রসংশা করেন। এইদিন কোহলির সম্বর্ধনা জ্ঞাপনের সময় তাঁর পাশে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। এবারে শতরান না করতে পারলেও, বিরাট ভক্তরা এখনও আশাবাদী।
