ভুবন বাদ্যকরের নতুন গান, শুনে নিন!

স্যোশাল মিডিয়ায় রয়েছেন অথচ ‘কাঁচা বাদাম’ গান শোনেননি– এমন মানুষ বিরল। কারণ এই গান এখন ভাইরাল। ভুবন বাদ্যকর নামের এক অতি সাধারণ বাদাম বিক্রেতা এই কাঁচা বাদাম গান গেয়ে এখন জনপ্রিয়তার শিখরে। তাঁর ‘কাঁচা বাদাম’ গান এখন ট্রেন্ডে রয়েছে।


‘ভাইরাল’, ‘ট্রেন্ড’– এইসব শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি স্যোশাল মিডিয়ার মাধ্যমে। স্যোশাল মিডিয়া আমাদের অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে এই শব্দগুলো অন্যতম। ‘ভাইরাল’ কথাটির সাথে আমরা সকলেই ভীষণভাবে পরিচিত। সামাজিক মাধ্যম বা স্যোশাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রতিভাবান ব্যাক্তিরা জনপ্রিয় হন। রাণাঘাটের রানু মন্ডল যেমন গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন। ঠিক তেমনভাবেই ভুবন বাদ্যকর নামক এক বাদাম বিক্রেতা জনপ্রিয় হন কাঁচা বাদাম গানের মাধ্যমে।


বীরভূমের এক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন। বাদামের পরিবর্তে তিনি দিতেন ভাঁঙা মোবাইল, সিটি গোল্ডের চেন প্রভৃতি। ভুবন বাদ্যকর যে গানটি গেয়ে বাদাম বিক্রি করতেন, সেই গানটিই স্যোশাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার পর থেকেই গানটিকে বিভিন্ন আঙ্গিকে গাইতে শুরু করেন বিভিন্ন শিল্পী। পিকনিক, অনুষ্ঠান, ইনস্টাগ্রাম রিল কোনো জায়গায় বাদ যায়নি এই গানটি। এমনকি এই কাঁচা বাদাম গানটির হিন্দি ভার্সন বের করেছিলেন বাংলাদেশের অভিনেতা হিরো আলমকে। এছাড়াও আফ্রিকার জনপ্রিয় সঙ্গীত পরিচালক ডেভিড স্কট এই গানটি গেয়ে মন জয় করে। এমনকি এই ব্যক্তি ভুবন বাদ্যকরকে নতুন কিছু গান করার জন্যও আহ্বান জানিয়েছিলেন। বিভিন্ন ব্লগার, ইউটিউবাররাও ভুবন বাদ্যকরকে নিয়ে বিভিন্ন ভিডিও বানাতে শুরু করেন এবং মোটা টাকা ব্লগার, ইউটিউবাররাও মোটা টাকা রোজগার করতেন। কিন্তু ভুবন বাদ্যকর পুলিশের সাহায্যে নিজের নামে কপিরাইট জোগাড় করেছেন।



তবে জনপ্রিয় যখন হয়েছেন গান গেয়ে তখন তিনি গান নিয়েই এগিয়ে যেতে চান। এই মর্মে তিনি কিছুদিন আগেই তিন লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করেছেন মিউজিক কোম্পানির সাথে। তাই নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন আর বাদাম বিক্রি করবেন না।


কিন্তু হঠাৎ ভুবন বাদ্যকরের দুর্ঘটনার কথা জানা যায়। তিনি নাকি গাড়ি চালাতে গিয়ে আক্রান্ত হন। তবে পরবর্তীতে সমস্ত বিপদ কাটিয়ে উঠেছেন তিনি। সুস্থ হয়েই তিনি গেয়ে ফেলেছেন নতুন গান। একটি ভিডিওতে দেখা গেছে তিনি হলুদ জামা, চোখে রোদচশমা দিয়ে গান গাইছেন আর তাঁর চারিদিকে বিভিন্ন লোকজন। এক্কেবারে সেলিব্রেটি। তাঁর গানের লিরিক্সের কিছুটা অংশ ছিল “আমার নতুন গাড়ি, ড্রাইভার হতে সাধ যে করি। দেওয়ালে ধাক্কা মারি, দেওয়ালে ধাক্কা মারি। বাঁচিয়েছেন আমার গৌর হরি।” ক’দিন আগেই তো দুর্ঘটনা থেকে সেরে উঠেছেন, তাই হয়তো এমন গান।

এখানে আপনার মন্তব্য রেখে যান