যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

আজ সকাল ১১.৩০ থেকে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।

ঘরে বাইরে প্রবল চাপের মুখে সাময়িক ভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিরতি ঘোষণা করল রাশিয়া , যা কিছুটা স্বস্তি এনেছে বিশ্বে । ভারতীয় সময় সকাল ১১.৩০ মিনিট থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

একেই যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যু হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন কে যুদ্ধাপরাধী ঘোষণা করে মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক আদালতে। নিজের দেশেই পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখচ্চেন বহু মানুষ।

এরই মধ্যে ইউক্রেনের সাধারণ মানুষ যাতে নিরাপদে বেরিয়ে যেতে পারে সেই জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

মারিউপোল এবং ভলনোভাখা দিয়ে হিউম্যান করিডর করে সাধারণ মানুষকে নিরাপদে দেশ ছেড়ে বেরিয়ে যাওযার সুযোগ দেওয়া হয়েছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান