নিজস্ব প্রতিবেদন : গতবছর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ছেলেরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এর কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল। এবার তারই মধুর বদলা নিল মিতালী রাজের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল।

রবিবার নিউজিল্যান্ডের বে ওভালে অনুষ্ঠিত ম্যাচে ১০৭ রানে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতের মেয়েরা।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত । নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে ভারত । ভারতের হয়ে এদিন তিনজন অর্ধ শতরান করেন – পূজা ভাস্ট্রাকর (৬৭) , স্নেহ রানা (৫৩*) এবং স্মৃতি মান্ধানা (৫২) । এছাড়াও দীপ্তি শর্মা করেন ৪০ রান।
পাকিস্তান এর পক্ষে নাসরা সান্ধু ও নিদা দার ২ করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে আত্মসমর্পণ করেন পাকিস্থানী ব্যাটার রা। মাত্র ১৩৭ রানে শেষ হয়ে যায় পাক ইনিংস। পাকিস্তান এর পক্ষে শিদরা আমিন (৩০) , দিয়ানা বাগ, (২৪)ফাতিমা সানা(১৭), এবং বিসমা মারুফ (১৫) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
দুর্দান্ত ব্যাটিংয়ে র পরে এদিন বল হাতেও সফল ভারত। রাজেস্বরী গায়কোয়ার একাই ১০ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। এছাড়াও স্নেহ রানা ও ঝুলন গোস্বামী ২টি করে উইকেট পান।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারতের পূজা ভাস্ট্রকর। ভারতের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ মার্চ।

এদিন খেলা শুরুর আগে ভারত ও পাকিস্তানের মেয়েরা পারস্পরিক সৌহার্দ্য এর অন্যন্য নজির তৈরি করেন। পাকিস্তান দলের অধিনায়কা বিসমা মারুফের ৬ মাসের মেয়ে ফাতিমাকে নিয়ে খেলায় মেতে উঠেন মিতালী রাজরা । বিসমার সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় ভারতের মেয়েদের। যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ICC

