
উচ্চ মাধ্যমিক (২০২২) পরীক্ষা সূচীতে কিছুটা রদবদল করা হয়েছে । জয়েন্ট এন্ট্রান্স মেইনের সঙ্গে একই দিনে যাতে উচ্চমাধ্যমিক না পড়ে , সেকারণেই এপ্রিলের ১৩ , ১৬ , ১৮ ও ২০ তারিখের পরীক্ষার সূচী পরিবর্তন করা হল বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
পরিবর্তিত সূচী অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা ২ এপ্রিল থেকে ২০ এপ্রিলের বদলে ২৬ তারিখ পর্যন্ত চলবে ।
১৩ ই এপ্রিল দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল , তা এখন হবে ১৮ ই এপ্রিল ।
১৬ তারিখের রসায়ন , সাংবাদিকতা , সংস্কৃত , আরবি , ফরাসি পরীক্ষার দিন এগিয়ে ১৩ ই এপ্রিল করা হয়েছে ।
১৮ এপ্রিলের স্ট্যাটিসটিক্স , ভূগোল এবং হোম ম্যানেজমেন্টের পরীক্ষা হবে ২৫ শে এপ্রিল ।
২০ তারিখের অর্থনীতির পরীক্ষা , পিছিয়ে ২৬ তারিখ করা হয়েছে ।


