এবার সাধারণ মোবাইলেও UPI এর মাধ্যমে লেনদেনের সুযোগ!

ইন্টারনেট ছাড়াই অনলাইনে টাকা লেনদেন এবার সাধারণ মোবাইল গ্রাহকদের জন্য চালু

টাকা পাঠাতে ছ’বছর আগেই সাধারণ মোবাইল ফোনের জন্য ইউএসএসডি নির্ভর ইউপিআই চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক । কিন্তু , প্রযুক্তিগত জটিলতা এবং চার্জেবল হওয়ায় তা অচিরেই মুখ থুবড়ে পড়ে । তাই সেই ভুল শুধরাতে মঙ্গলবার ইন্টারনেট সংযোগহীন মোবাইল গ্রাহকদের জন্য নয়া ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ( ইউপিআই ) পরিষেবা চালু করল আরবিআই । নাম দেওয়া হয়েছে ‘ ইউপিআই ১২৩ পে ‘ ।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন , সমাজের যে স্তরের মানুষ ইউপিআইয়ের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন , ‘ ইউপিআই ১২৩ পে ’ চালুর ফলে তাঁরাও ডিজিটাল আর্থিক লেনদেন করতে পারবেন । দেশের আর্থিক অগ্রগতিতে সকলকে শামিল করা যাবে । এই পরিষেবা চালু করতে একজন মোবাইল গ্রাহককে তিনটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে । সেখান থেকেই নাম হয়েছে ‘ ইউপিআই ১২৩ পে ‘ ।

পরিষেবা চালু হয়ে গেলে চারটি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারবেন । সেগুলি হল , আইভিআর নম্বরে ফোন , ফিচার মোবাইলে থাকা অ্যাপ ব্যবহার , মিস কল পরিষেবা এবং গ্রাহক – প্রেরক কাছাকাছি থাকলে সাউন্ড নির্ভর পেমেন্ট । নয়া এই পরিষেবায় একজন তাঁর বন্ধু , আত্মীয়দের টাকা পাঠানোর পাশাপাশি মোবাইল রিচার্জ , বিল পে , ফাস্ট ট্যাগ রিচার্জ , ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন ।

সাধারণ মোবাইল গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবার পাশাপাশি এদিন ‘ ডিজিসাথী ’ নামে একটি হেল্পলাইন চালু করে আরবিআই । http://www.digisathi.info নামক ওয়েবসাইটে ঢুকে একজন গ্রাহক তাঁর সমস্যার কথা জানাতে পারবেন ।

পাশাপাশি , ১৪৪৩১ এবং ১৮০০ ৮৯১ ৩৩৩৩ নম্বরে ফোন করেও সমস্যার সমাধান করা যাবে।

২০১৬ সালে ইউপিআই পরিষেবা চালুর পর থেকে অনলাইন আর্থিক লেনদেনে জোয়ার এসেছে । চলতি অর্থবর্ষে ইউপিআইয়ের মাধ্যমে ৭৬ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে । এ প্রসঙ্গে শক্তিকান্ত দাস বলেন , সেদিন খুব দূরে নেই , যেদিন ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের অঙ্ক ছাড়াবে ১০০ লক্ষ কোটি টাকা।

এখানে আপনার মন্তব্য রেখে যান