ইন্টারনেট ছাড়াই অনলাইনে টাকা লেনদেন এবার সাধারণ মোবাইল গ্রাহকদের জন্য চালু

টাকা পাঠাতে ছ’বছর আগেই সাধারণ মোবাইল ফোনের জন্য ইউএসএসডি নির্ভর ইউপিআই চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক । কিন্তু , প্রযুক্তিগত জটিলতা এবং চার্জেবল হওয়ায় তা অচিরেই মুখ থুবড়ে পড়ে । তাই সেই ভুল শুধরাতে মঙ্গলবার ইন্টারনেট সংযোগহীন মোবাইল গ্রাহকদের জন্য নয়া ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ( ইউপিআই ) পরিষেবা চালু করল আরবিআই । নাম দেওয়া হয়েছে ‘ ইউপিআই ১২৩ পে ‘ ।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন , সমাজের যে স্তরের মানুষ ইউপিআইয়ের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন , ‘ ইউপিআই ১২৩ পে ’ চালুর ফলে তাঁরাও ডিজিটাল আর্থিক লেনদেন করতে পারবেন । দেশের আর্থিক অগ্রগতিতে সকলকে শামিল করা যাবে । এই পরিষেবা চালু করতে একজন মোবাইল গ্রাহককে তিনটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে । সেখান থেকেই নাম হয়েছে ‘ ইউপিআই ১২৩ পে ‘ ।
পরিষেবা চালু হয়ে গেলে চারটি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারবেন । সেগুলি হল , আইভিআর নম্বরে ফোন , ফিচার মোবাইলে থাকা অ্যাপ ব্যবহার , মিস কল পরিষেবা এবং গ্রাহক – প্রেরক কাছাকাছি থাকলে সাউন্ড নির্ভর পেমেন্ট । নয়া এই পরিষেবায় একজন তাঁর বন্ধু , আত্মীয়দের টাকা পাঠানোর পাশাপাশি মোবাইল রিচার্জ , বিল পে , ফাস্ট ট্যাগ রিচার্জ , ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন ।

সাধারণ মোবাইল গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবার পাশাপাশি এদিন ‘ ডিজিসাথী ’ নামে একটি হেল্পলাইন চালু করে আরবিআই । http://www.digisathi.info নামক ওয়েবসাইটে ঢুকে একজন গ্রাহক তাঁর সমস্যার কথা জানাতে পারবেন ।
পাশাপাশি , ১৪৪৩১ এবং ১৮০০ ৮৯১ ৩৩৩৩ নম্বরে ফোন করেও সমস্যার সমাধান করা যাবে।
২০১৬ সালে ইউপিআই পরিষেবা চালুর পর থেকে অনলাইন আর্থিক লেনদেনে জোয়ার এসেছে । চলতি অর্থবর্ষে ইউপিআইয়ের মাধ্যমে ৭৬ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে । এ প্রসঙ্গে শক্তিকান্ত দাস বলেন , সেদিন খুব দূরে নেই , যেদিন ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের অঙ্ক ছাড়াবে ১০০ লক্ষ কোটি টাকা।
