আন্তর্জাতিক ক্রিকেটে আসতে চলেছে নতুন আইন

বেশ কয়েকটি নতুন নিয়ম আসতে চলেছে বিশ্ব ক্রিকেটের ২২ গজে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনু মাঁকড়ের নামের পাশে যে দাগ এত দিন লেগে ছিল , তা মুছে যেতে চলেছে । ক্রিকেটের সর্বোচ্চ আইন প্রণয়ন সংস্থা , মেরিলিবোন ক্রিকেট ক্লাব ( এমসিসি ) বুধবার জানিয়ে দিল , মাঁকড়ীয় আউট করাকে আর অখেলোয়াড়োচিত হিসেবে দেখা হবে না । এই সঙ্গেই আরো বেশ কয়েকটি নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল( ICC)

🏏ক্রিকেটের নতুন নিয়ম🏏

🏏 বলে লালা লাগিয়ে পালিশ করার পদ্ধতি চিরতরে নিষিদ্ধ । তবে বলে ঘাম লাগানো যাবে ।

🏏 মাঁকড়ীয় আউটকে আর অখেলোয়াড়োচিত হিসেবে দেখা হবে না । নিয়ম একই থাকবে । কিন্তু অনৈতিক আউট নয় , এখন থেকে রান আউট হিসেবে গণ্য হবে ।

🏏 ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ক্রিকেটার প্রথম বলেই স্ট্রাইক নেবে ( যদি না ওভার শেষ হয়ে যায় )

🏏 ডেলিভারি করতে যাওয়ার আগে কোনও বোলার যদি স্ট্রাইকারকে রান আউট করার জন্য বল ছোড়ে , তা হলে সেই বলকে ‘ডেড বল’ ডাকবেন আম্পায়াররা ।

🏏 বোলার দৌড় শুরু করার সময় ব্যাটার ক্রিজের যে জায়গায় দাঁড়িয়ে গার্ড নিয়েছে , সেটাকে মাথায় রেখে ওয়াইড ডাকা হবে ।

🏏 ব্যাটিংয়ের সময় ফিল্ডাররা যদি নিয়ম ভেঙে নড়াচড়া করে , তা হলে জরিমানা হবে । ব্যাটিং দলকে পাঁচ রান বাড়তি দেওয়া হবে ।

🏏 পিচের বাইরে বল পড়লে ব্যাটাররা তখনই সেটা মারতে পারবে , যদি তার ব্যাট বা শরীরের কোনও অংশ পিচের নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকে ।

এবছরের শেষ থেকেই এই নিয়মগুলো চালু করতে পারে ICC

এখানে আপনার মন্তব্য রেখে যান