নভজিৎ সিং সিধুর মুখের হাসি কেড়ে নিয়ে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন তিনিই ।
পাঁচ রাজ্যের ভোটে পাঞ্জাবে সবচেয়ে বড় চমক দিয়েছে এবার আম আদমি পার্টি (Aam admi party) । দেশের ইতিহাসে এই প্রথম কোনো একটি আঞ্চলিক দল দুটি রাজ্যের ক্ষমতায় আসীন হতে চলেছে( punjab accembly election 22)।আর তার অন্যতম মুখ ভগবন্ত মান। কমেডি শো থেকে মুখ্যমন্ত্রী । এবার নভজিৎ সিং সিধুর মুখের হাসি কেড়ে নিয়ে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন তিনিই । বয়স ৪৮ । মাথায় বাসন্তী পাগড়ি । মুখে ভগৎ সিংহের নাম। ইনকিলাব জিন্দাবাদ পছন্দের স্লোগান । ভগবন্ত সিংহ মান।(APP)

রাজনীতিকদের নিয়ে মজা করতেন এক সময়।প্রাক্তন এই কমেডি অভিনেতা টিভি শো – এ মজা করছেন আর বিচারকের আসনে রয়েছেন নভজ্যোৎ সিংহ সিধু — ঘটেছে এমনও। ২০০৬ – এর কথা সেটা । সে বার অবশ্য শো জেতেননি ভগবন্ত।

তবে 2022 এ বিচারক কেই হারিয়ে দিয়েছেন তিনি। তবে সব কিছুই মসৃণ ছিল না ভগবন্তের জন্য । নানা বিতর্কে জড়িয়েছে তাঁর নাম । ভগবন্ত বলে দিয়েছেন , রাজভবনে নয় , তিনি শপথ নেবেন ভগৎ সিংহের গ্রামে গিয়ে । আর কোনও সরকারি অফিসে যেন মুখ্যমন্ত্রীর ছবি না থাকে ! কারন তার সরকারের প্রকৃত চালক রাজ্যের মানুষ।
