১ মিনিটে ৪৭ জীবজন্তুর নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ২ বছরের বিহান

সর্বকনিষ্ঠ হিসেবে এক মিনিটে ছবি দেখে নির্ভুলভাবে ৪৭ টি জীব – জন্তুর নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে তেহট্টের ছোট্ট বিহান

বিহান পাল

বয়স দু’বছর পাঁচ মাস । এখনও ঠিকমতো কথা ফোটেনি । এরই মধ্যে রেকর্ড গড়ে ফেলেছে তেহট্টের বিহান পাল । সবচেয়ে ছোট বয়সে এক মিনিট সময়ের মধ্যে ছবি দেখে নির্ভুলভাবে ৪৭ টি জীব – জন্তুর নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে সে নাম তুলেছে । তার এই কৃতিত্বে খুশি পরিবার পরিজন সহ তেহট্টবাসী ।

তেহটের গরিবপুরে বাড়ি বিহানের । বাবা কুত্তল পাল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত । মা কাল্গুন পাল মণ্ডল গৃহবধূ । পরিবার সূত্রে জানা গিয়েছে , এখনও স্কুলে পড়াশোনা শুরু হয়নি বিহানের । কিন্তু খেলার চেয়ে বইয়ের প্রতি আগ্রহই বেশি তার । মায়ের সঙ্গে খেলার ছলেই অ আ ক খ এবং A B C D চেনা ছোট বিহানের। বইয়ের পাতায় ছবি দেখে চিনতে শুরু করে পশু – পাখি । এভাবেই মায়ের সঙ্গে চলত অনুশীলন ।

অল্প সময়ের মধ্যে বিহানের সবকিছু চিনে নেওয়ার প্রতিভা লক্ষ্য করেন মা । তারপরই ইন্ডিয়া বুঝ তার রেকর্ডসে নাম তোলার ইচ্ছা জাগে বিহানের বাবা – মায়ের । সেইমতো এবছর জানুয়ারি মাসে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করেন বিহানের মা । ছেলে কী কী জানে , কী করতে ভালোবাসে , সবকিছু জানানো হয় সেখানে । সেই মতো কিছুদিনের মধ্যে তাদের তরফে একটি ইমেল আসে । সেখানে বিহানের কার্যকলাপের উপরে ভিডিও করে পাঠাতে বলা হয় । সেইমতো পাঠানো হয় ভিডিও।সেই ভিডিও যাচাই করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের বিশেষজ্ঞ টিম ।

এরপরই ১৪ জানুয়ারি ইমেল করে জানানো হয় রেকর্ডের কথা । সম্প্রতি বাড়িতে এসে পৌঁছায় বিহানের পুরস্কার , ট্রফি ও শংসাপত্র । বিহানের বাবা কুন্তল পাল বলেন , ছোট থেকেই বই নিয়ে খেলা করতে শুরু করে বিহান । খেলার ছলেই চিনে যায় অক্ষর । বইয়ে থাকা ছবি দেখে বলে ফেলত পশু পাখির নাম । ওর মায়ের সঙ্গে প্রায় সারাদিন চলত অনুশীলন । এই রেকর্ডের কিছুটা কৃতিত্ব ওর মায়ের । বিহানের মা বলেন , ওর ছোট বেলা থেকেই বইয়ের প্রতি আগ্রহ । সারাদিন বই নিয়ে খেলতে ভালোবাসে ।

এখানে আপনার মন্তব্য রেখে যান