বাঙালি যেখানে নিজ ভাষাই ভুলতে বসেছে , সেখানে ইংল্যান্ডের হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম লেখা হল বাংলা হরফে।

ইংল্যান্ডের হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম লেখা হল বাংলা হরফে । মাটির নীচের এই রেল স্টেশনটি দীর্ঘদিন পরিচর্যার জন্য বন্ধ ছিল । নতুন করে উদ্বোধনের সময়ই ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা হয়েছে স্টেশনের নাম । ওই অঞ্চলে বসবাসকারী বাঙালিদের দাবি মেনেই এটা করা হয়েছে বলে জানা গেছে ।
স্টেশনটি যে অঞ্চলে , সেই টাওয়ার হ্যামলেটে বসবাসকারীদের বড় অংশই বাঙালি । এই বাঙালিরা মূলত বাংলাদেশি । এই এলাকায় জনসংখ্যার দিক দিয়ে বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ। ফলে , এখানকার দোকান বাজার সর্বত্রই বাংলা হরফ চোখে পড়ে । কিন্তু কোনও রেল স্টেশনের নাম বাংলায় যা শুধু এই এলাকায়ই নয় , খোদ ইংল্যান্ডের বুকেও এই প্রথম ।
গত বছরের শেষে এই এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে স্টেশনটির নাম বাংলায় লেখার দাবি জানানো হয় হোয়াইটচ্যাপেল স্টেশন কর্তৃপক্ষকে । সেই দাবিকে মান্যতা দিয়ে ইংল্যান্ডের হোয়াইটচ্যাপেল স্টেশন এর নাম লেখা হয়েছে বাংলায় ।
বাংলা ভাষার এই জয়জয়কারে উচ্ছ্বসিত ইংল্যান্ড তো বটেই , ভারত ও বাংলাদেশের বাঙালিরাও । এখানকার বাংলাপক্ষ সংগঠনের সদস্য কৌশিক মাইতি বলেন , ‘ ওখানকার বাঙালিদের এটি একটি অনন্য সাফল্য । কিন্তু এখানে যেটা লজ্জার । এ ব্যাপারে কেউই কোনও নিয়ম মানেন না । আমরা চাই , সাইনবোর্ড বা অন্য যে কোনও জায়গায় সব ভাষার সঙ্গে বাংলাও থাকুক । ‘
