আজ আন্তর্জাতিক পাই (π) দিবস

গণিত ও বিজ্ঞান শাস্ত্রের ইতিহাসে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ।এর সঙ্গে জড়িয়ে আছে সানফ্রান্সিস্কো জাদুঘর

আজ ১৪ মার্চ , বিশ্ব পাই (π) দিবস । পাই দিবস গাণিতিক ধ্রুবক পাই ( t ) -এর সম্মানে উদযাপনের দিন । পাই – এর মান প্রায় ৩.১৪ বলে বছরের ৩ নম্বর মাসের ১৪ নম্বর দিনটিকে অর্থাৎ মার্চ মাসের ১৪ তারিখকে পাই দিবস হিসাবে পালন করা হয় ।

১৪ মার্চের দুপুর ১ টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয় । পাইয়ের মানের ( ৩.১৪১৫৯২৬ ) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করার জন্য পাই দিবসে পাই সেকেন্ড পালন করা হয় ।

১৯৮৮ সালে প্রথমবারের মতো পাই দিবস পালিত হয় আমরিকার স্যান ফ্রানসিস্কো – এর একটি বিজ্ঞান জাদুঘরে । ঐ জাদুঘরের কর্মকর্তা পদার্থবিদ ল্যারি শ এই দিবস উদযাপনের উদ্যোক্তা বলে তাকে ‘ পাই – এর রাজপুত্র ‘ বলা হয় ।

 π বা পাই একটি গাণিতিক ধ্রুবক , যার মান 22/7 বা 3.14159 এর সমান।  এটিকে ইউক্লিডীয় জ্যামিতিতে একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হিসাবে দেখানো হয়েছে এবং  এটি গণিত এবং পদার্থবিদ্যার বিভিন্ন ক্ষেত্রের অনেক সূত্রে ব্যবহার হয় । একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে প্রতিনিধিত্ব করার জন্য গ্রীক অক্ষর π- এর প্রথম ব্যবহার করেন ওয়েলশ এর গণিতবিদ উইলিয়াম জোন্স 1706 সালে।  একে আর্কিমিডিসের ধ্রুবক হিসাবেও উল্লেখ করা হয় । 

উইলিয়াম জোনস সর্বপ্রথম পাই ( π ) প্রতীকটির প্রচলন করলেও , এই প্রতীকটিকে জনপ্রিয় করেন সুইস গণিতবিদ লিওনার্দো ইউলার । গণিত , বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার অনেক সূত্রে পাইয়ের ব্যবহার দেখা যায় ।

চিত্র ও তথ্যসূত্র : অন্তর্জাল

এখানে আপনার মন্তব্য রেখে যান