আশঙ্কা ছিলই। এবার তাই ঘটলো। আবারও বদল হল উচ্চমাধ্যমিক এর সূচিতে।
আশঙ্কা ছিলই। এবার তাই ঘটলো। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন এর তারিখ নিয়ে জাতীয় নির্বাচন কমিশন অনড় থাকায় এবং JEE – মেইন পরীক্ষার সূচি পুনরায় পরিবর্তন এর কারনে আজ এবছরের উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়েছে। প্রায় একমাস ধরে চলবে এই দুটি পরীক্ষা।


আগামী ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ২৭ এপ্রিল। মাঝে ৬ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে পরীক্ষা।
