বিশ্বের সর্বোচ্চ টাওয়ার এবার এভারেস্টে , মিলবে ফোরজি পরিষেবা

Worlds Highest Cell Tower in Mt. Everest : নেপালের টেলিকমিউনিকেশন সংস্থা এনসেলের মতে, একটি প্রাথমিক রিপোর্টে দেখানো হয়েছে যে এভারেস্ট চূড়ায় অর্থাৎ ৮,৮৪৮.৮৬ মিটারেও ফোর জি সংযোগ পাওয়া যেতে পারে।

নেপালের (Nepal) বেসরকারি টেলিকমিউনিকেশন সংস্থা, এনসেল (Ncell) মাউন্ট এভারেস্টে ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ সেল ফোন টাওয়ার তৈরি করতে চলেছে। এই টাওয়ার অতি দ্রুত ফোর জি (4G) সংযোগ দেবে। এমনই জানা গেছে বুধবার । সম্প্রতি একটি সমীক্ষা বলছে মাউন্ট এভারেস্ট এর ৮,৮৪৮ মিটার উচ্চতায়ও ফোর জি পরিষেবা পাওয়া সম্ভব।

তুষার ঝড় ও খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়ে প্রতিবছরই বেশ কিছু দুর্ঘটনা ঘটে মাউন্ট এভারেস্টে। মাউন্ট এভারেস্টের ৫,২০০ মিটার উচ্চতায় যে টাওয়ার বসতে চলেছে তা যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে দ্রুত উদ্ধার কাজে সাহায্য করবে । টাওয়ার বসানোর জন্য ইতিমধ্যেই সমীক্ষার কাজ শেষ হয়েছে বলে জানা গেছে । এই সেলফোন টাওয়ার পর্বতারোহীদের যথেষ্ট সাহায্য করবে বলে নেপাল সরকারের অভিমত।

এভারেস্ট অঞ্চলে বছরে প্রায় ৬০ হাজার ট্রেকার এবং পর্বতারোহী আসেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছনোর উদ্দেশে একাধিক পর্যটক আসেন। ফলে এটি নেপালের পর্যটন শিল্পের একটি উচ্চ রাজস্ব উৎপাদনকারী অংশ।

এখানে আপনার মন্তব্য রেখে যান