মাত্র ২০ বছর বয়স যে দেশের স্বাধীনতার, যার আয়তন মাত্র ২৫,৭১৩ বর্গকিলোমিটার, সেই উত্তর ম্যাসিডোনিয়া ই এবার চমক দিলো চারবারের বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন ইটালিকে ১-০ গোলে হারিয়ে।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বফুটবলে এযাবত কালের মধ্যে সবচেয়ে বড় অঘটন উত্তর মেসিডোনিয়ার । পালেরমোয় বৃহস্পতিবার প্লে – অফে অবিশ্বাস্য ভাবে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে দিল উত্তর ম্যাসেডোনিয়া । ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এর পরে এ বার কাতার বিশ্বকাপের গ্যালারিতেও দেখা যাবে না ইটালির নীল প্লাবন ।

বৃহস্পতিবার সংযুক্ত সময়ের ( ৯২ মিনিট ) একমাত্র গোলে জয়ী হলো উত্তর মেসিডোনিয়া। খেলার শেষ লগ্নে অপ্রত্যাশিত ভাবে ফাঁকায় বল পেয়ে উত্তর মেসিডোনিয়ার স্ট্রাইকার আলেকজান্ডার ত্রাজকোভস্কি দুরন্ত শটে বল জালে জড়িয়ে ইটালির বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দেন ।
বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন পাওলো রোসি , দিনো জফ , পাওলো মালদিনিদের দেশ , টানা দু’বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না । ২০১৮ সালেও ৫৮ বছর পরে বিশ্বকাপে খেলতে পারেনি ইটালি। সেবার তারা প্লে – অফে সুইডেনের কাছে হেরে যায় ।

এদিকে ইটালিকে হারিয়ে ইন্দ্রপতন ঘটানোর আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়া মাত্র ২৫ হাজার ৭১৩ বর্গ কিলোমিটার আয়তনের দেশে উত্তর ম্যাসিডোনিয়ার ফুটবলারেরা । যারা কাতারে খেলার লক্ষ্যে এ বার চ্যালেঞ্জ জানাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পর্তুগালকে ।
রবের্তো মানচিনি দলের দায়িত্ব নেওয়ার পরে মনে হয়েছিল , ইটালি আবার পুরনো ছন্দে ফিরছে । বিশেষ করে , ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পরে সকলেই মনে করেছিলেন , কাতার বিশ্বকাপে আবারও দেখা যাবে ইটালিকে । কিন্তু ফিফা ক্রমতালিকার ১৩২ নম্বরে থাকা মাত্র ২২ লক্ষ জনসংখ্যার একটা দলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হল ইতালির ।
বৃহস্পতিবার অপ্রত্যাশিত হারের পরে ইটালির ফুটবলারেরা হতাশায় মাঠেই বসে পড়েন । গণমাধ্যমেও আছড়ে পড়তে থাকে একের পর এক ‘ শোকবার্তা ‘ । হতবাক ইটালি দলের অন্যতম তারকা জর্জে কিয়েল্লিনি । তাঁর প্রতিক্রিয়া , “ আমরা সবাই যেন ধ্বংসস্তূপে বসে আছি । প্রত্যেকেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে । ইটালির ফুটবলে এ বার অসীম শূন্যতার সৃষ্টি হবে । ” জুভেন্টাস তারকার আফসোস , “ গোল ছাড়া গোটা ম্যাচে আমরা কার্যত ভুলই করিনি । আর কত গোলের সুযোগ তৈরি হয়েছে তা বলে শেষ করা যাবে না । আসলে গত বছরের সেপ্টেম্বরের পর থেকেই আমরা একের পর এক ভুল করছি । আজ যার চরম মূল্য দিতে হল । এত কিছুর পরেও বলব , এ রকম একটা দলের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত । ”
