পূর্বস্থলীতে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির,আয়োজনে ইয়ুথ অফ বেঙ্গল

‘ইয়ুথ অফ বেঙ্গল’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন পরিষেবা দেওয়া হয়।

আঠারো বছর বয়স কী দুঃসহ / স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। আঠারো বছর বয়সেই অহরহ / বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।……..

অনেকদিন আগে কবি সুকান্ত ভট্টাচার্য এদেশের তরুণ দল সম্পর্কে তার ‘আঠারো বছর বয়স’ কবিতায় যে প্রশস্তি বাক্য উচ্চারণ করেছিলেন তার সফল রূপ দিতে এগিয়ে এসেছেন একদল তরুণ-তরুণী। বর্তমান অনলাইন গেমের নেশায় বুঁদ হয়ে থাকা সমাজের বুকে যারা মানুষ বাচানোর নেশায় মেতেছে।

কোভিড কালে ‘মানুষ বাঁচানোর নেশা’ য় মাত্র এক বছর আগে কয়েকজন শিক্ষার্থী , চিকিৎসক , নার্স , গবেষক , শিক্ষক মিলে তৈরি করেছিলেন ‘কোভিড মুক্ত বাংলা’ নামক একটি ফেসবুক গ্রুপ , যেটি বর্তমানে ‘ইউথ অফ বেঙ্গল (YOUTH OF BENGAL)’নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে । ইতিমধ্যেই তারা এন জি ও হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

৩ এপ্রিল ২০২২, রবিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী – ১ ব্লকের ‘মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়’ প্রাঙ্গণে ইয়ুথ অফ বেঙ্গল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও গ্রামবাসীদের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্য ও সচেতনতা শিবির এর আয়োজন করা হয় । সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত শিবির চলেছে । উক্ত শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বস্থলী -১ ব্লকের বিডিও দেবব্রত জানা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার মহাশয়। এই শিবিরে মিনাপুর- যশপুর সহ তত্সংলগ্ন এলাকার প্রায় ৩৭০ র বেশি মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিসেবা দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী।

স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক – ড: বলরাম দাস (MD- Medicine) , ড: সূর্য্যাঙ্কর সাহা (MBBS), ড: মৈনাক নাথ ( স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ) , ড: নীলয় ভট্টাচার্য(দন্ত বিশেষজ্ঞ) । এছাড়াও ছিলেন মিশুকা বসাক (নার্সিং অফিসার) ও সুদীপা জানা(নার্সিং অফিসার) এবং অভিষেক রায়(প্যারামেডিক স্টাফ)

এই স্বাস্থ্য শিবিরে আসা প্রতিটি মানুষের রক্তচাপ, সুগার,ইসিজি ও ফুসফুস পরীক্ষা করা হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

শুধু স্বাস্থ্য পরীক্ষাই নয় , সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের ৩০০ পড়ুয়াকে নতুন জুতো দেওয়ার পাশাপাশি সুঅভ্যাস গঠনের উদ্দেশ্যে তাদের হাতে টুথপেস্ট-টুথব্রাশ তুলে দেওয়া হয়। শিবিরে আসা গ্রামবাসীদের হাতে পোশাক তুলে দেওয়া হয়। এছাড়াও ৪০০ জন মহিলাকে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার পাশাপাশি তাদের ঋতু ও প্রসবকালীন নানান শারীরিক সমস্যা , অবাঞ্ছিত গর্ভধারণ সম্পর্কে সচেতন করা হয়।

এদিনের শিবিরে স্কুল কর্তৃপক্ষ এর তত্ত্বাবধানে ড: বলরাম দাস তার জন্মদিন উপলক্ষে বিদ্যালয় এর সকল ছাত্র-ছাত্রী দের জন্য এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন। শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পরিবেশ সচেতনতার বার্তা হিসেবে ২০টি গাছের চারা তুলে দেওয়া হয়।

সংস্থার প্রেসিডেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক শ্রী লক্ষীনারায়ণ সতপতি মহাশয় আমাদের জানান তিনি সংস্থার প্রত্যেকটি সদস্যের কাজে ভীষণ ভাবে সন্তুষ্ট এবং ভবিষ্যতে বাংলা ও বাংলার বাইরে কৃষি ও পরিবেশ নিয়ে ব্যাপকভাবে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন।

One thought on “পূর্বস্থলীতে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির,আয়োজনে ইয়ুথ অফ বেঙ্গল

এখানে আপনার মন্তব্য রেখে যান