সন্তান নেশাগ্রস্থ হয়ে পড়লে প্রত্যেক বাবা মায়ের জীবনে উপস্থিত হয় চরম দুঃখের দিন, ঠিক তেমনই কিছু পবিত্র নেশা আছে যেটি বাবা মাকে ভীষণ গর্বিত করে তোলে।
13/4/1996 এক রত্নগর্ভা মা জন্ম দিয়েছিলেন একটি রত্নের , যার নাম শুভ্রনীল ভট্টাচার্য। সময়ের স্রোতে শুভ্রনীল বাবু নিজেকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার একটি ভয়ংকর সুন্দর নেশা আছে তা হল “মানুষ বাঁচানোর নেশা” ।
শুভ্রনীল বাবুর এই নেশায় সামিল হয়ছেন বিবেক বুদ্ধি সম্পন্ন কিছু মানুষ তাদের মধ্যে আছেন ডাক্তার নার্স গবেষক অধ্যাপক এবং সমাজের বেশকিছু তরুণ প্রাণ। এই সংগঠন আজ “YOUTH OF BENGAL” নামে পরিচিতি পেয়েছে সভ্য সমাজের বুকে। শুভ্রনীল এই সংগঠনের কোষাধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের প্রধান।

আগামী ১৩ই এপ্রিল শুভ্রনীল বাবুর ২৭তম তম জন্মদিবস উপলক্ষে “YOUTH OF BENGAL” নবদ্বীপ ব্লাড ব্যাংকে (Nabadwip State General Hospital) আয়োজন করতে চলেছে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির, সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে এই শিবির। এখনও পর্যন্ত মোট ২৫জন মানুষ রক্তদান করার জন্য নাম নথিভুক্ত করেছেন।

আরো দেখুন পূর্বস্থলীতে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির,আয়োজনে ইয়ুথ অফ বেঙ্গল
আমাদের পেজের পক্ষ থেকে সংগঠনের সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ,
♦️1 মূলত গরমের দাবদাহ যত বাড়ে তার সাথে পাল্লা দিয়ে বাড়ে রক্ত সংকট সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই শিবির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন।
♦️2 শিবির আয়োজনের খরচ কমোনো এবং রক্তদাতা দের শারীরিক পরিস্থিতি যদি কোনো কারণে অবনতি হয় তখন তাকে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য নবদ্বীপ ব্লাড ব্যাংককে শিবির আয়োজনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়।
♦️3 মূলত এই চৈত্র মাসের শেষে হিন্দু এবং মুসলিম এই দুই ধর্মেরই বিশেষ একটি অনুষ্ঠান পালিত হচ্ছে। হিন্দু ধর্মে এই সময় গাজনের সন্ন্যাসী এবং মুসলিম ধর্মে রমজান মাসের পালন এই দুইটি ধার্মিক অনুষ্ঠান চলার কারণে অনেক তরুণ রক্তদাতা ই রক্তদান করতে পারছেন না।কাজেই এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই সময়ে চরম রক্ত সংকটে মানুষের পাশে দাঁড়ানোটা।
♦️4 মহিলা রক্তদাতা দের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে এবং তার সাহাযার্থে মহিলা ভলেন্টিয়ার্ নিয়োগ করা হবে।
আমাদের পেজের পক্ষ থেকে শুভ্রনীল বাবুকে তার জন্মদিনের আগাম শুভেচ্ছা রইল।

