মাতৃ দিবসের উৎপত্তি কোথায় ? কবে থেকে এইমাত্র দিবসের সূচনা? ৮ মে ছাড়াও মাতৃ দিবস পালিত হয় কোন কোন দেশে?
আজ আন্তর্জাতিক মাতৃ দিবস । সম্পূর্ণ মায়েদের জন্য নির্ধারিত এই দিনটি বিশ্বের অধিকাংশ দেশে পালিত হয় ৮ মে। ‘মা’ শব্দটির সঙ্গে জুড়ে রয়েছে অনেকখানি দায়িত্ব-কর্তব্য স্নেহ মমতা ভালবাসা। প্রাচীন ভারতীয় ঋষি মনু মাতৃ শব্দের ব্যাখ্যা করেছেন এভাবে – “উপাধ্যায়ান্ দশাচার্য্য আচায্যাণাং শতং পিতা। সহস্রন্তু পিতৃন্মাতাগৌরবেণাতিরিচ্যতে” । অর্থাৎ “দশজন উপাধ্যায় (ব্রাহ্মণ) অপেক্ষা একজন আচার্য্যরে গৌরব অধিক, একশত আচার্য্যরে গৌরব অপেক্ষা পিতার গৌরব অধিকতর; সর্বোপরি, সহস্য পিতা অপেক্ষা মাতা সম্মানার্হ ” । (মনু ২/১৪৫)

বিংশ শতকের শুরুর দিকে আমেরিকার আনা জার্ভিস এর উদ্যোগে শুরু হয়েছিল প্রথম মা দিবস উদযাপন। ১৯০৭ সালে তিনি প্রথম মা দিবসের আয়োজন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশের অ্যান্ড্রুস মেথডিস্ট এপিস্কোপাল চার্চে ।

বিশ্বের বিভিন্ন দেশে ৮ মে দিনটি ছুটির দিন হিসেবে গণ্য করা হয়।মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবসকে একটি স্বীকৃত ছুটিতে পরিণত করার জন্য তার প্রচারণা শুরু হয়েছিল 1905 সালে, যে বছর তার মা এন্ড সরিফ জার্ভিস মারা যান জার্ভিস একজন শান্তি করেছিলেন আমেরিকার গৃহযুদ্ধের সময় তিনি দুই পক্ষের আহত সেনাদের সেবা শুশ্রূষা করে তাদের সুস্থ করে তোলেন এবং জনসংখ্যা সম্পর্কিত সমস্যার সমাধানের জন্য মাদার্স ওয়ার্ক ক্লাব তৈরি করেন।
আনা জার্ভিসের প্রচেষ্টার কারণে, 1911 সাল নাগাদ সমস্ত মার্কিন রাজ্য ছুটি পালন করে। 1914 সালে, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন একটি ঘোষণায় স্বাক্ষর করে মে মাসের দ্বিতীয় রবিবার কে মা দিবস হিসেবে পালনের ডাক দেওয়া হয়।
তবে বিশ্বের বেশ কিছু দেশ ৮ মে মাতৃদিবস পালন করে না । যেমন –
জর্জিয়া( 3 মার্চ),
নরওয়ে (ফেব্রুয়ারির দ্বিতীয় রবিবার) ,
পূর্বতন সোভিয়েত রাশিয়ার দেশগুলি অর্থাৎ আলবেনিয়া, লিথুয়ানিয়া, বুদাপেস্ট , ইউক্রেন, বেলারুশ, তাজিকিস্তান ,উজবেকিস্থান (4 মার্চ),
মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থাৎ লিবিয়া , মিশর, কুয়েত , কাতার , সৌদি আরব, ইরান, সোমালিয়া, সুদানে , লেবানন , জিবুতি , জর্ডান ( 21 শে মার্চ),
প্যারাগুয়ে (15 মে) ,
কিরঘিজস্থান (19 মে) ,
রাশিয়ায় নভেম্বরের শেষ রবিবার মাতৃ দিবস পালিত হয়।
