নিখাত সোনার মেয়ে জারিন

যার দক্ষতা নিয়ে একসময় প্রশ্ন তুলেছিলেন আরেক ভারতীয় বিশ্বজয়ী মহিলা বক্সার মেরি কম, এমনকি কোন ট্রায়াল ছাড়াই ২০১৯ সালে বিশ্ব বক্সিংয়ে যখন মেরিকম কে বেছে নেওয়া হয়েছিল তখন প্রশ্ন তুলেছিলেন নিখাত জারিন।

নিজস্ব প্রতিবেদন : কে জারিন? স্বয়ং মেরিকম একসময় প্রশ্ন তুলেছিলেন। এবার সেই নিখাত জারিন ই ইস্তানবুলে অনুষ্ঠিত পঞ্চম মহিলা বিশ্ব বক্সিং চাম্পিয়নশিপে পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে সোনা জয় করে ইতিহাস গড়লেন । গত বছর টোকিয়ো অলিম্পিক্সের ট্রায়ালে মেরি কমের বিরুদ্ধে হেরে অলিম্পিক্সের স্বপ্নভঙ্গ হয়েছিল জারিনের। কিন্তু এবার তিনি ফিরলেন বিশ্ব জয় করে। বৃহস্পতিবার বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে তেলেঙ্গানার নিজামাবাদের মেয়ে জারিন ফাইনালে ৫-০ হারালেন তাইল্যান্ডের ফ্লাইওয়েট জিতপং জুতামাসকে ।৫২ কেজি বিভাগে শুরু থেকেই তাঁর বিখ্যাত আপার হ্যান্ড বিপক্ষকে কোণঠাসা করে দেয় ।

সোনা জয়ের পর জারিন ছবি- ভারতীয় বক্সিং ফেডারেশন

নিখাতের আগে মহিলাদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতে ফিরেছেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম , সরিতা দেবী , জেনি আর এল এবং লেখা সি । নিখাদ পঞ্চম ভারতীয় হিসেবে এই খেতাব জিতলেন । নিখাতকে গণমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বহু ক্রীড়াব্যক্তিত্ব তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ, সচিন তেন্দুলকার, বীরেন্দ্র সহবাগ, ভারতীয় মহিলা হকি দলের সদস্য রানি রামপাল , বেজিং অলিম্পিক্সে পদক প্রাপ্ত বিজেন্দ্র সিংহ প্রমূখ । বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

তীব্র প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিখাত জারিন উঠে এসেছেন। এখাতের পরিবার এমন একটা জায়গায় বসবাস করত যেখানে মেয়েদের ছোট জামা কাপড় পরা কে বাঁকা চোখে দেখা হয় কিন্তু বক্সিং করতে গেলে শর্টস পড়তেই হবে । বহু মানুষের বহু সমালোচনাকে উপেক্ষা করে আজকে জারিন প্রমান করে দিয়েছেন তার দক্ষতা কে। জারিনের বড় দুই বোন ডাক্তার আর ছোট বোন ব্যাডমিন্টন খেলেন। প্রথমে জারিন ছিলেন অ্যাথলেটিক্সে, পরে কাকার উৎসাহে তিনি সরে আসেন বক্সিং এ।

চলতি বছরে তার স্বপ্নের ফর্মে রয়েছেন নিখাত।গত ফেব্রুয়ারিতেই স্লান্দজা মেমোরিয়াল বক্সিং প্রতিযোগিতায় প্রথম ভারতীয় মহিলা হিসেবে জোড়া সোনা জিতেছিলেন । ইউরোপের সর্বপ্রাচীনএই বক্সিং প্রতিযোগিতায় তিনি হারান টোকিয়ো অলিম্পিক্সে রুপো প্রাপ্ত বুস নাজ কাকিরারোগ্লু ও তিন বারের ইউরোপ চ্যাম্পিয়ন তাতিয়ানা ববকে । অতীতে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন । এ বার ফ্লাইওয়েটে সিনিয়র বিভাগেও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন ২০১৯ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপ্রাপ্ত এই বক্সার ।

এ বারের বিশ্বচ্যাম্পিয়নশিপে একমাত্র ভারতীয় হিসেবে ফাইনালে গিয়েছিলেন ২৫ বছর বয়সি এই বক্সার । ২০১১ সালে মাত্র ১৪ বছর বয়সে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি । ১১ বছর বাদে নিখাত জিতে নিলেন সিনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনাও ।

পরিবারের তৃতীয় সন্তান নিখাত অ্যাথলিট হোক চেয়েছিলেন বাবা মহম্মদ জামিল । কিন্তু নিখাতের কাকা শামসুদ্দিনের আগ্রহেই নিখাতকে অ্যাথলেটিক্স থেকে সরিয়ে বক্সিংয়ে পাঠানো হয় । ইস্তানবুলে এ বারের প্রতিযোগিতায় নিখাতের দাপট ছিল দুরন্ত। প্রথম তিন বাউটেই তিনি জিতেছিলেন ৫-০ ফলাফলে। ফাইনালেও জিতেছেন ৫-০ ফলে । যার অর্থ প্রত্যেক বিচারকই মান্যতা দিয়েছেন তাঁর শ্রেষ্ঠত্বকে । অতীতে তিনি রক্ষণাত্মক বলে সমালোচিত হতেন ।

নিখাতের জয়ে খুশি ভারতীয় দলের প্রধান কোচ ভাস্কর ভাট বলেছেন , “ নিখাত আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী মেজাজে খেলছে । ” ভারতীয় মহিলা বক্সিং দলের আর এক কোচ আলি কামারও নিখাতের আগ্রাসী মেজাজে খেলা ফাইনাল দেখে অবাক । তিনিও বলেছেন , “ নিখাতকে কখনও এর আগে এত আগ্রাসী মেজাজে খেলতে দেখিনি । ফাইনালে তো শুরু থেকেই আক্রমণে বিপক্ষকে জেরবার করে দিয়েছিল । ”

তবে কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের পরেই নিজের বিভাগ বদলাবেন জারিন। ৫২ কেজির বদলে ৫৪ কেজি বিভাগে লড়বেন তিনি। তার জন্য শারীরিক শক্তি যেমন বাড়াতে হবে, তেমনই টেকনিকেও বদল আনতে হবে। জারিনের লড়াই তাই শেষ হয়ে যায়নি। বরং নতুন করে শুরু হল।

এখানে আপনার মন্তব্য রেখে যান