যার দক্ষতা নিয়ে একসময় প্রশ্ন তুলেছিলেন আরেক ভারতীয় বিশ্বজয়ী মহিলা বক্সার মেরি কম, এমনকি কোন ট্রায়াল ছাড়াই ২০১৯ সালে বিশ্ব বক্সিংয়ে যখন মেরিকম কে বেছে নেওয়া হয়েছিল তখন প্রশ্ন তুলেছিলেন নিখাত জারিন।
নিজস্ব প্রতিবেদন : কে জারিন? স্বয়ং মেরিকম একসময় প্রশ্ন তুলেছিলেন। এবার সেই নিখাত জারিন ই ইস্তানবুলে অনুষ্ঠিত পঞ্চম মহিলা বিশ্ব বক্সিং চাম্পিয়নশিপে পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে সোনা জয় করে ইতিহাস গড়লেন । গত বছর টোকিয়ো অলিম্পিক্সের ট্রায়ালে মেরি কমের বিরুদ্ধে হেরে অলিম্পিক্সের স্বপ্নভঙ্গ হয়েছিল জারিনের। কিন্তু এবার তিনি ফিরলেন বিশ্ব জয় করে। বৃহস্পতিবার বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে তেলেঙ্গানার নিজামাবাদের মেয়ে জারিন ফাইনালে ৫-০ হারালেন তাইল্যান্ডের ফ্লাইওয়েট জিতপং জুতামাসকে ।৫২ কেজি বিভাগে শুরু থেকেই তাঁর বিখ্যাত আপার হ্যান্ড বিপক্ষকে কোণঠাসা করে দেয় ।

নিখাতের আগে মহিলাদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতে ফিরেছেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম , সরিতা দেবী , জেনি আর এল এবং লেখা সি । নিখাদ পঞ্চম ভারতীয় হিসেবে এই খেতাব জিতলেন । নিখাতকে গণমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বহু ক্রীড়াব্যক্তিত্ব তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ, সচিন তেন্দুলকার, বীরেন্দ্র সহবাগ, ভারতীয় মহিলা হকি দলের সদস্য রানি রামপাল , বেজিং অলিম্পিক্সে পদক প্রাপ্ত বিজেন্দ্র সিংহ প্রমূখ । বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
তীব্র প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিখাত জারিন উঠে এসেছেন। এখাতের পরিবার এমন একটা জায়গায় বসবাস করত যেখানে মেয়েদের ছোট জামা কাপড় পরা কে বাঁকা চোখে দেখা হয় কিন্তু বক্সিং করতে গেলে শর্টস পড়তেই হবে । বহু মানুষের বহু সমালোচনাকে উপেক্ষা করে আজকে জারিন প্রমান করে দিয়েছেন তার দক্ষতা কে। জারিনের বড় দুই বোন ডাক্তার আর ছোট বোন ব্যাডমিন্টন খেলেন। প্রথমে জারিন ছিলেন অ্যাথলেটিক্সে, পরে কাকার উৎসাহে তিনি সরে আসেন বক্সিং এ।
চলতি বছরে তার স্বপ্নের ফর্মে রয়েছেন নিখাত।গত ফেব্রুয়ারিতেই স্লান্দজা মেমোরিয়াল বক্সিং প্রতিযোগিতায় প্রথম ভারতীয় মহিলা হিসেবে জোড়া সোনা জিতেছিলেন । ইউরোপের সর্বপ্রাচীনএই বক্সিং প্রতিযোগিতায় তিনি হারান টোকিয়ো অলিম্পিক্সে রুপো প্রাপ্ত বুস নাজ কাকিরারোগ্লু ও তিন বারের ইউরোপ চ্যাম্পিয়ন তাতিয়ানা ববকে । অতীতে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন । এ বার ফ্লাইওয়েটে সিনিয়র বিভাগেও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন ২০১৯ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপ্রাপ্ত এই বক্সার ।
এ বারের বিশ্বচ্যাম্পিয়নশিপে একমাত্র ভারতীয় হিসেবে ফাইনালে গিয়েছিলেন ২৫ বছর বয়সি এই বক্সার । ২০১১ সালে মাত্র ১৪ বছর বয়সে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি । ১১ বছর বাদে নিখাত জিতে নিলেন সিনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনাও ।
পরিবারের তৃতীয় সন্তান নিখাত অ্যাথলিট হোক চেয়েছিলেন বাবা মহম্মদ জামিল । কিন্তু নিখাতের কাকা শামসুদ্দিনের আগ্রহেই নিখাতকে অ্যাথলেটিক্স থেকে সরিয়ে বক্সিংয়ে পাঠানো হয় । ইস্তানবুলে এ বারের প্রতিযোগিতায় নিখাতের দাপট ছিল দুরন্ত। প্রথম তিন বাউটেই তিনি জিতেছিলেন ৫-০ ফলাফলে। ফাইনালেও জিতেছেন ৫-০ ফলে । যার অর্থ প্রত্যেক বিচারকই মান্যতা দিয়েছেন তাঁর শ্রেষ্ঠত্বকে । অতীতে তিনি রক্ষণাত্মক বলে সমালোচিত হতেন ।
নিখাতের জয়ে খুশি ভারতীয় দলের প্রধান কোচ ভাস্কর ভাট বলেছেন , “ নিখাত আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী মেজাজে খেলছে । ” ভারতীয় মহিলা বক্সিং দলের আর এক কোচ আলি কামারও নিখাতের আগ্রাসী মেজাজে খেলা ফাইনাল দেখে অবাক । তিনিও বলেছেন , “ নিখাতকে কখনও এর আগে এত আগ্রাসী মেজাজে খেলতে দেখিনি । ফাইনালে তো শুরু থেকেই আক্রমণে বিপক্ষকে জেরবার করে দিয়েছিল । ”
তবে কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের পরেই নিজের বিভাগ বদলাবেন জারিন। ৫২ কেজির বদলে ৫৪ কেজি বিভাগে লড়বেন তিনি। তার জন্য শারীরিক শক্তি যেমন বাড়াতে হবে, তেমনই টেকনিকেও বদল আনতে হবে। জারিনের লড়াই তাই শেষ হয়ে যায়নি। বরং নতুন করে শুরু হল।
- বাস্তবের বাঘিনী অসমের মহিলা ফরেস্ট অফিসার কে এম অভর্ণাআসাম-মেঘালয় ক্যাডারের এই মহিলা ফরেস্ট অফিসার বন বিভাগের পৌরুষ জমিদারি ভেঙে বারবার মুখোমুখি হয়েছেন তীব্র বিপদের । তাকে নিয়েই তৈরি হয়েছে বলিউডি সিনেমা ‘শেরনি’। স্থান কাজিরাঙা জাতীয় উদ্যান ( Kaziranga National park )এর কোহরা রেঞ্জ । আড়িমোড়া ওয়াচ টাওয়ারের কাছে হঠাৎই জ্বলে উঠলো সার্চলাইটের তীব্র আলো। কারণ সেখানে তখন ওত পেতে রয়েছে তিন তিনটে রয়েলপড়তে থাকুন “বাস্তবের বাঘিনী অসমের মহিলা ফরেস্ট অফিসার কে এম অভর্ণা”
- নতুন মুদ্রা বাজারে আনছে ফেসবুক ‘Libra’ফেসবুকের নতুন মুদ্রা ‘ লিব্রা ’ ( Facebook Libra ) আমাজন (amazon ) গুগল (google) বা হোয়াটসআপ (whatsapp )এর আগেই পা রেখেছিল অনলাইন লেনদেনের বাজারে। এবার ফেসবুকের মতো সামাজিক মাধ্যমও আর্থিক ক্ষেত্রে কাজ শুরু করতে যাচ্ছে । ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নতুন ডিজিটাল কারেন্সি( Digital currency) বাজারে আনার কথা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটিপড়তে থাকুন “নতুন মুদ্রা বাজারে আনছে ফেসবুক ‘Libra’”
- মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগউপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও মনের মতো চাকরি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে যুবক যুবতী দের । এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার মিড মিল( Mid Day Mill )প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর (Data entry operator )পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নিয়োগ হবে জলপাইগুড়ি তে (Jalpaiguri)। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা (Educational qualification) : যেপড়তে থাকুন “মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগ”
- বুলেট ট্রেনে পৃথিবী থেকে চাঁদে পাড়ি!এক আশ্চর্য খবর সামনে এনেছে জাপান তারা নাকি পৃথিবী থেকে বুলেট ট্রেন চালাবে সোজা চাঁদ ও মঙ্গলের উদ্দেশ্য। আর এই ঘোষণায় চমকে উঠেছে বিশ্ব। বুলেট ট্রেনে করে চাঁদে ! হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনি পরিকল্পনা করেছে জাপান। আমেরিকা রাশিয়া কিংবা চীনের মত মহাকাশ গবেষণায় অগ্রণী দেশকে পিছনে ফেলে পৃথিবী থেকে বুলেট ট্রেনে চেঁপে সোজা চাঁদে যাওয়ারপড়তে থাকুন “বুলেট ট্রেনে পৃথিবী থেকে চাঁদে পাড়ি!”
- Huge recruitment at Kolkata AirportNew career jobs offer before you. We encourage you to start your next career opportunity in kolkata Airport KOLKATA AIRPORT JOB Desired Candidate Profile Customer Focus & Relationship building, Process Orientation, Analytical Skills, Execution Skills, Effective Team Building, Innovation, Planning & coordination skills, excellent communication skills. JOB DETAILS Airlines New Jobs Sarkari Job Crack SpiceJetপড়তে থাকুন “Huge recruitment at Kolkata Airport”
- ভিনগ্রহীর সন্ধান পেল বিশ্বের বৃহত্তম স্কাই আই টেলিস্কোপঅন্য গ্রহে প্রানের সন্ধানে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এবার ৩০০ কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে আসা রেডিও সিগন্যাল ধরা পরল বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ স্কাই আই তে চিনের দক্ষিণ-পশ্চিমের গুইঝো প্রদেশে বসানো রয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ ৫০০ মিটার ব্যাসের স্কাই আই (Sky Eye)। ২০২০-র মাঝামাঝি থেকে বহির্জগতে প্রাণের সন্ধান করছে স্কাই আই । এবারপড়তে থাকুন “ভিনগ্রহীর সন্ধান পেল বিশ্বের বৃহত্তম স্কাই আই টেলিস্কোপ”
- অগ্নিপথ এ পরিবর্তিত হলো বহু নিয়মঅগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে বিতর্কের আঁচ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে । ইতিমধ্যেই বিক্ষোভের বলি হয়েছে ২ জন। প্রচুর সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে । ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে এই প্রকল্পে । যে প্রকল্পটিকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে , সেই প্রকল্পে কি রয়েছে দেখা যাক – কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ১৪ ই জুন ভারতীয়পড়তে থাকুন “অগ্নিপথ এ পরিবর্তিত হলো বহু নিয়ম”
- বিশ্রামের পথে কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)দীর্ঘ ৯ বছর একসঙ্গে সাতজন কাজ করার পর এবার প্রত্যেকেই হাঁটতে চলেছেন একক সঙ্গীতের দিকে। ২০১০ সালে তৈরি হওয়ার পর দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস ( “ব্যাংটন বয়েজ” বা “বুলেটপ্রুফ বয় স্কাউটস” ) আন্তর্জাতিক সংগীত জগতে বিশেষ ছাপ ফেলেছে । এমটিভি , বিলবোর্ড … সর্বত্রই তাদের দাপট । ন’বছর ধরে একত্রে কাজ করছেন এই ব্যান্ডেরপড়তে থাকুন “বিশ্রামের পথে কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)”
- আমাজনের জঙ্গলে সুপ্রাচীন নগর সভ্যতার খোঁজপ্রকৃতির খেয়ালে গহন গভীর জঙ্গলের আড়ালে ঢাকা পড়ে ছিল সুপ্রাচীন নগর সভ্যতা । নতুন প্রযুক্তির ব্যবহারে তা আজ উন্মুক্ত হয়েছে। আমাজন (River Amazon )নদী উপত্যকার ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে ছিল সুপ্রাচীন এক শহর। কিন্তু এত দিন পর্যন্ত তার খোঁজ পায়নি সভ্য দুনিয়া । বলিভিয়ার ল্যানোস ডি মোজোস সাভানা (Llanos de mojos savana) এই শহরগুলির খোঁজ পাওয়াপড়তে থাকুন “আমাজনের জঙ্গলে সুপ্রাচীন নগর সভ্যতার খোঁজ”
- আজ সকাল ১১.৩৫ এ ছায়াহীন কায়া , আজ নো শ্যাডো ডেআজ কলকাতায় জিরো শ্যাডো ডে। আপনি জেনে নিন আপনার এলাকার জিরো শ্যাডো ডে কোনটি ? এই মহাজাগতিক বিশ্বে অনেক কিছুই ঘটে । তার যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আবার কোনো কোনোটি রহস্য হিসেবেই থেকে যায়। তেমনি আজকের একটি ঘটনা । কেমন হবে বলুন দেখি আপনি থাকলেন কিন্তু থাকল না আপনার ছায়া ? অনেকটা সেই ছোটবেলায় পড়াপড়তে থাকুন “আজ সকাল ১১.৩৫ এ ছায়াহীন কায়া , আজ নো শ্যাডো ডে”
- বড়সড় রদবদলের ইঙ্গিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে,তৈরি হবে পিএম শ্রী স্কুলকেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল এডুকেশন মিনিস্টার কনফারেন্সে জানিয়েছেন দেশজুড়ে তৈরি হবে পিএম শ্রী স্কুল। ভারতের শিক্ষা ক্ষেত্রে কি বড়োসড়ো পরিবর্তন ঘটেছে করতে চলেছে খুব শীঘ্রই নাহলে এমন একটি সম্ভাবনার কথা উস্কে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি বললেন কেন্দ্রীয় সরকার নতুন জাতীয় শিক্ষানীতির রূপায়ণে পি এম শ্রী স্কুল (PM Sri School )পড়তে থাকুন “বড়সড় রদবদলের ইঙ্গিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে,তৈরি হবে পিএম শ্রী স্কুল”
- প্রকাশিত আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষা সূচী২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা র পাশাপাশি আগামী বছর ২০২৩ সালের মাধ্যমিকের পরীক্ষা সূচী। 2023 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৪ মার্চ। পরীক্ষা সূচি 23 ফেব্রুয়ারি – প্রথম ভাষা 24 ফেব্রুয়ারি – দ্বিতীয় ভাষা 25 ফেব্রুয়ারি – ভূগোল 27 ফেব্রুয়ারি – ইতিহাস 28 ফেব্রুয়ারি – জীবন বিজ্ঞান 2পড়তে থাকুন “প্রকাশিত আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষা সূচী”
