করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন থাবা বসায় ভারতে ঠিক সেই সময় একদল তরুণ তরণী সৃষ্টি করল একটি ফেসবুক গ্রুপ “কোভিড মুক্ত হোক নবদ্বীপ” পরবর্তী কালে এই গ্রুপ একটি সরকারি স্বীকৃতী প্রাপ্ত সংস্থা ” YOUTH OF BENGAL” নামে পরিচিতি পায়। তাদের কাজের মাধ্যমে নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ আলোড়ণ সৃষ্টি করেছে।

সংগঠনটি সৃষ্টির প্রথম বর্ষপূর্তিতে তারা সরকারি স্বীকৃতি পেয়েছে ।এখনও পর্যন্ত সংস্থাটি ৪টি বিনামূল্যে স্বাস্থ্যশিবির ও দুটি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছে। প্রতক্ষ বা পরোক্ষভাবে আরও অনেক মানুষ সংগঠনটি থেকে সাহায্য পেয়েছে। নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কোনো মানুষের আপদকালীন রক্ত বা স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রয়োজনে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সমাজের তরুণ প্রজন্মের এই সংগঠন ” YOUTH OF BENGAL”
বিগত ৩রা এপ্রিল ” YOUTH OF BENGAL ” পূর্বস্থলি থানার অন্তর্গত মিনাপুর গ্রামে তাদের আয়োজিত স্বাস্থশিবিরে প্রায় ৪০০এর কাছাকাছি মানুষ কে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, রোগীর প্রয়োজনীয় ঔষধ , ১৫০০টি পুরোনো জামাকাপড় বিতরণ এবং গ্রামের ৪১২ জন মা বোনেদের হাতে ৭৫৩ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ২৫০০০/- টাকা
আগামী ২৮শে মে “WORLD MENSTRUAL & HYGIENE DAY” উপলক্ষে তারা মিনাপুর বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি এবং মিনাপুর নিম্নবুনিয়াদী বিদ্যালয় এর সহযোগিতায় মিনাপুর গ্রামে মা বোনেদের নিয়ে আরও একটি স্বাস্থ্য সচেতন শিবির আয়োজন করতে চলেছে।

*ঋতুচক্রের ফলে মেয়েদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলি সম্বন্ধে সচেতন করা হবে।
*এই শিবিরের কর্মসূচি নিয়ে সংস্থার সম্পাদক শ্রী জ্যোতির্ময় চক্রবর্তী আমাদের জানান যে :
*ঋতুচক্রের সময় স্যানিটারি নাপকিন ব্যাবহারের সুফল বোঝানো হবে।
*অনিয়মিত ঋতুচক্রের কুফল ।
* পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় শেখানো এবং
*গ্রামের মা বোনেদের হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হবে।
