ফিরবে কি অ্যাম্বাসেডর ২.০ ? লক্ষ্যমাত্রা ২০২৪ সাল । হিন্দমোটর এর সঙ্গে গাঁটছড়া বাঁধছে একটি ফরাসি সংস্থা।

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় এবং ভারতের প্রথম বৃহত্তম মোটর গাড়ি নির্মাতা হিন্দুস্তান মোটরস। তাদের হাত ধরেই হয়তো পুনরায় ফিরতে চলেছে অ্যাম্বাসেডর। উত্তরপাড়ার হিন্দ মোটরে অ্যাম্বাসেডর গাড়ি তৈরীর পুরনো কারখানাটি সম্ভবত চালু হতে চলেছে সি কে বিড়লা ( CK Birla ) গোষ্ঠীর অধীনস্থ হিন্দুস্থান মোটরস (Hindustan Motors) বাএইচ এম এর হাত ধরে । সাম্প্রতিক কিছু ঘটনা সে কথাই উসকে দিয়েছে।
এক ঝলকে হিন্দুস্থান মোটরস 🚓🚓🚓🚓🚓🚓🚓🚓🚓🚓🚓🚓🚓
- ১৯৪২ সালে গুজরাটে প্রধানত যাত্রীবাহী গাড়ি তৈরির উদ্দেশ্যে পত্তন হয় হিন্দুস্থান মোটরস (Hindustan Motors )এর।
- ১৯৪৮ সালে সংস্থাটি পশ্চিমবঙ্গের উত্তর পাড়ায় স্থানান্তরিত হয় , প্রধানত বাণিজ্যিক গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ তৈরির উদ্দেশ্য নিয়ে।
- এরপর জাপানি কোম্পানি মিৎসুবিসির সঙ্গে গাঁটছড়া বাঁধে হিন্দুস্থান মোটরস।
- গত শতকে বিপুল চাহিদা থাকলেও পরবর্তী সময়ে অন্যান্য গাড়ি কোম্পানি ভারতের বাজার দখল করলে অ্যাম্বাসেডর (Ambassador) গাড়ির চাহিদা ও জনপ্রিয়তা দুইই কমতে থাকে।
- ২০১৪ সালে উত্তরপাড়া কারখানার ৩১৪ একর জমি শ্রীরাম গোষ্ঠীকে বিক্রি করে দেয় সংস্থা।
- প্রতিযোগিতায় পেরে না উঠে ২০১৪ সালে বন্ধ হয়ে যায় উত্তরপাড়া হিন্দ মোটর কারখানা। সেইসঙ্গে বন্ধ হয় অ্যাম্বাসেডর গাড়ি তৈরি।
- ২০১৪ সালে অ্যাম্বাসেডর ব্র্যান্ড ৮০ কোটি টাকায় পিএসএ গোষ্ঠীকে বিক্রি করে দেয় সংস্থাটি।
- 2021 সালে হিরানান্দনি গোষ্ঠীকে আরো ১০০ একর জমি বিক্রি করে দেওয়া হয়।
- বর্তমানে হিন্দুস্থান মোটরস এর হাতে রয়েছে ২৭৬ একর জমি এবং ৯৬ একর জুড়ে তৈরি কারখানা পরিকাঠামো।
- এবারে পূর্বতন পরিকাঠামো কে কাজে লাগিয়ে ফরাসি সংস্থা peugeot এর সঙ্গে যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়ি তৈরির ভাবনা। ২০২৪ সালকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

গত অর্থবছরের আর্থিক ফল প্রকাশ করে শেয়ারবাজারকে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ এর প্রস্তাবের কথা জানিয়েছে হিন্দুস্তান মোটর । এক সময় দেশীয় বাজারে অ্যাম্বাসেডর গাড়ির চাহিদা কমে যাওয়ায় এবং বিপুল ধারের কারনে হিন্দ মোটর কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হয় সংস্থা । সংস্থার ডিরেক্টর উত্তম বসু জানিয়েছেন, “বর্তমানে সংস্থার ঋনের বোঝা প্রায় শূন্য। বৈদ্যুতিক গাড়ি এখন ভবিষ্যৎ । ২০১৮ সাল থেকেই উত্তরপাড়ার কারখানায় বৈদ্যুতিক গাড়ি নির্মাণ এর ভাবনাচিন্তা চলছিল কিন্তু করোনা সহ নানান কারণে সে বিষয়ে আর এগোনো হয়নি।”

ফ্রান্সের Peugeot সংস্থার সঙ্গে যৌথভাবে প্রথমে দুই চাকার গাড়ি তৈরীর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা সফল হলে ভবিষ্যতে উত্তর পাড়াতেই চারচাকা গাড়িও তৈরি হবে বলে সংস্থা সূত্রে খবর।

উত্তর পাড়ার হিন্দ মোটরের কারখানাটির ভবিষ্যৎ বরাবর কুয়াশাচ্ছন্ন । গত শতকের পঞ্চাশের দশকে ব্রিটিশ সংস্থা ‘মরিস অক্সফোর্ড’ সিরিজ থ্রি (Moris Oxford series 3 ) এর আদলে অ্যাম্বাসেডর গাড়ি নির্মাণ শুরু করে এইচ এম। একসময় প্রবল জনপ্রিয় হয়ে ওঠে অ্যাম্বাসেডর গাড়ি । এখনো দেশের বেশ কিছু শহরের রাস্তায় পুরনো এম্বাসেডর গাড়ির দেখা মেলে । কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত উদ্ভাবনের দিকে নজর না দেওয়ায় এবং মারুতি সুজুকি, হিরো হোন্ডার সহ বিভিন্ন বিদেশি সংস্থা বাজারে চলে আসায় অ্যাম্বাসেডর গাড়ির চাহিদা ধীরে ধীরে কমতে থাকে । আশির দশকে বছরে ২৪ হাজার গাড়ি বিক্রি হলেও ২০১৩-১৪ সালে তা গিয়ে দাঁড়ায় ২৫০০ তে। এক সময় যেখানে মাসে ১৫০০ গাড়ি তৈরি করত উত্তরপাড়ার কারখানা, সেখানে ২০১৪ সালে কারখানা বন্ধের সময় মাত্র ১৫০ টি গাড়ি তৈরি হয়।

সংস্থার মতে বেশ কয়েকটি কারণে ইউরোপীয় সংস্থাটির কাছে আকর্ষণীয় হতে পারে হিন্দুস্তান মোটরস এর প্রস্তাব । কেননা স্টাম্পিং , ফোর্জিং এর মতো একাধিক কেন্দ্র এক ছাদের তলায় রয়েছে। কারখানার হাতে এখনো প্রচুর জমি রয়েছে , প্রয়োজনে সেখানেই ইঞ্জিনিয়ারিং ও গবেষণা কেন্দ্র তৈরি করা যেতে পারে ।এইচ এম এর হাতে এক সময় যে ডিলাররা ছিল তাদের মাধ্যমে সহজেই দেশজুড়ে পুনরায় নেটওয়ার্ক তৈরি করে ফেলা সম্ভব । আবার পুরোনো এম্বাসেডর গাড়ি তৈরি কারখানার পরিকাঠামো কে ব্যবহার করলে এক্ষেত্রে মূলধনী খরচ কম হবে বলেই আশা সংস্থাটির।

কারখানা পুনরায় চালু হওয়ার সম্ভাবনায় খুশির হাওয়া উত্তরপাড়ার হিন্দ মোটর কারখানা সংলগ্ন এলাকায় । বিদেশী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়ির হাত ধরে আবার কি ফিরতে চলেছে হিন্দি মোটরের কর্মব্যস্ততা? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কারখানা চালু হলে পুরনো যোগ্য কর্মীরাই অগ্রাধিকার পাবেন তাদের কাছে।

SUPPORT MYBENGAL24
- বাস্তবের বাঘিনী অসমের মহিলা ফরেস্ট অফিসার কে এম অভর্ণাআসাম-মেঘালয় ক্যাডারের এই মহিলা ফরেস্ট অফিসার বন বিভাগের পৌরুষ জমিদারি ভেঙে বারবার মুখোমুখি হয়েছেন তীব্র বিপদের । তাকেপড়তে থাকুন “বাস্তবের বাঘিনী অসমের মহিলা ফরেস্ট অফিসার কে এম অভর্ণা”
- নতুন মুদ্রা বাজারে আনছে ফেসবুক ‘Libra’ফেসবুকের নতুন মুদ্রা ‘ লিব্রা ’ ( Facebook Libra ) আমাজন (amazon ) গুগল (google) বা হোয়াটসআপ (whatsappপড়তে থাকুন “নতুন মুদ্রা বাজারে আনছে ফেসবুক ‘Libra’”
- মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগউপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও মনের মতো চাকরি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে যুবক যুবতী দের । এই অবস্থায়পড়তে থাকুন “মিড ডে মিল প্রকল্পে লোক নিয়োগ”
- বুলেট ট্রেনে পৃথিবী থেকে চাঁদে পাড়ি!এক আশ্চর্য খবর সামনে এনেছে জাপান তারা নাকি পৃথিবী থেকে বুলেট ট্রেন চালাবে সোজা চাঁদ ও মঙ্গলের উদ্দেশ্য।পড়তে থাকুন “বুলেট ট্রেনে পৃথিবী থেকে চাঁদে পাড়ি!”
- Huge recruitment at Kolkata AirportNew career jobs offer before you. We encourage you to start your next career opportunity in kolkata Airportপড়তে থাকুন “Huge recruitment at Kolkata Airport”
- ভিনগ্রহীর সন্ধান পেল বিশ্বের বৃহত্তম স্কাই আই টেলিস্কোপঅন্য গ্রহে প্রানের সন্ধানে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এবার ৩০০ কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে আসা রেডিওপড়তে থাকুন “ভিনগ্রহীর সন্ধান পেল বিশ্বের বৃহত্তম স্কাই আই টেলিস্কোপ”
- অগ্নিপথ এ পরিবর্তিত হলো বহু নিয়মঅগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে বিতর্কের আঁচ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে । ইতিমধ্যেই বিক্ষোভের বলি হয়েছে ২ জন। প্রচুর সরকারিপড়তে থাকুন “অগ্নিপথ এ পরিবর্তিত হলো বহু নিয়ম”
- বিশ্রামের পথে কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)দীর্ঘ ৯ বছর একসঙ্গে সাতজন কাজ করার পর এবার প্রত্যেকেই হাঁটতে চলেছেন একক সঙ্গীতের দিকে। ২০১০ সালে তৈরিপড়তে থাকুন “বিশ্রামের পথে কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)”
- আমাজনের জঙ্গলে সুপ্রাচীন নগর সভ্যতার খোঁজপ্রকৃতির খেয়ালে গহন গভীর জঙ্গলের আড়ালে ঢাকা পড়ে ছিল সুপ্রাচীন নগর সভ্যতা । নতুন প্রযুক্তির ব্যবহারে তা আজপড়তে থাকুন “আমাজনের জঙ্গলে সুপ্রাচীন নগর সভ্যতার খোঁজ”
- আজ সকাল ১১.৩৫ এ ছায়াহীন কায়া , আজ নো শ্যাডো ডেআজ কলকাতায় জিরো শ্যাডো ডে। আপনি জেনে নিন আপনার এলাকার জিরো শ্যাডো ডে কোনটি ? এই মহাজাগতিক বিশ্বেপড়তে থাকুন “আজ সকাল ১১.৩৫ এ ছায়াহীন কায়া , আজ নো শ্যাডো ডে”
- বড়সড় রদবদলের ইঙ্গিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে,তৈরি হবে পিএম শ্রী স্কুলকেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল এডুকেশন মিনিস্টার কনফারেন্সে জানিয়েছেন দেশজুড়ে তৈরি হবে পিএম শ্রী স্কুল। ভারতের শিক্ষা ক্ষেত্রেপড়তে থাকুন “বড়সড় রদবদলের ইঙ্গিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে,তৈরি হবে পিএম শ্রী স্কুল”
- প্রকাশিত আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষা সূচী২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা র পাশাপাশি আগামী বছর ২০২৩ সালের মাধ্যমিকের পরীক্ষা সূচী। 2023 সালেরপড়তে থাকুন “প্রকাশিত আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষা সূচী”
- WB Madhyamik 22 Result:মাধ্যমিকের ফলাফল জানতে ক্লিক করো এই ওয়েবসাইটে২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে আজ । ফলাফল জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে ক্লিক করো। বিদ্যালয়পড়তে থাকুন “WB Madhyamik 22 Result:মাধ্যমিকের ফলাফল জানতে ক্লিক করো এই ওয়েবসাইটে”
- ব্ল্যাকহোলের গহবরে অত্যাশ্চর্য ঘটনাএকটি আশ্চর্য ঘটনা ঘটেছে আকাশগঙ্গা ছায়াপথ থেকে মাত্র এক আলোকবর্ষ দূরে একটি গ্যালাক্সিতে থাকা ব্ল্যাক হোলে। একটি ব্ল্যাকপড়তে থাকুন “ব্ল্যাকহোলের গহবরে অত্যাশ্চর্য ঘটনা”
- রহস্যময় অতল সুড়ঙ্গের খোঁজ বাঁকুড়ায়, চাঞ্চল্য এলাকায়।ব্রিটিশ আমলে বিপ্লবীদের অথবা ডাকাতদলের আত্মগোপনের স্থান বলে দাবি স্থানীয় মানুষজন এর। নিজস্ব প্রতিবেদন : Bankura tunnel :পড়তে থাকুন “রহস্যময় অতল সুড়ঙ্গের খোঁজ বাঁকুড়ায়, চাঞ্চল্য এলাকায়।”
- বৈদ্যুতিক গাড়ির হাত ধরে সম্ভবত খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দ মোটর কারখানাফিরবে কি অ্যাম্বাসেডর ২.০ ? লক্ষ্যমাত্রা ২০২৪ সাল । হিন্দমোটর এর সঙ্গে গাঁটছড়া বাঁধছে একটি ফরাসি সংস্থা। নিজস্বপড়তে থাকুন “বৈদ্যুতিক গাড়ির হাত ধরে সম্ভবত খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দ মোটর কারখানা”
- ভেঙে পড়তে পারে বিদ্যুৎ পরিষেবা – আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের৫ লক্ষ কোটি টাকা লোকসান বিদ্যুৎ শিল্পে। হাত গুটিয়ে নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকও। ভর্তুকি দেওয়ার মত টাকা সরকারি কোষাগারেপড়তে থাকুন “ভেঙে পড়তে পারে বিদ্যুৎ পরিষেবা – আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের”
- সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুরক্ষিত কন্যার ভবিষ্যতসুকন্যা সমৃদ্ধি যোজনা ভারত সরকার দ্বারা প্রস্তাবিত এক প্রকল্প। কন্যা সন্তানের ভবিষ্যত শিক্ষা এবং বিবাহের খরচের জন্য একটি পুঁজি নির্মাণপড়তে থাকুন “সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুরক্ষিত কন্যার ভবিষ্যত”
- দেশের স্বাধীনতায় বিনামূল্যে ১ লক্ষ বোরোলিন বিতরণআট থেকে আশি , প্রত্যেক বাঙালির জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সবুজ টিউবের বোরোলিন। ” নিয়তির কাছেপড়তে থাকুন “দেশের স্বাধীনতায় বিনামূল্যে ১ লক্ষ বোরোলিন বিতরণ”
- ‘বিদ্রোহী’ কবিতার প্যারোডি করে সজনীকান্ত দাস লিখলেন ‘ব্যাঙ’ কবিতাবিদ্রোহী কবিতাকে বিদ্রুপ করে রচিত হয়েছে অসংখ্য প্যারোডি। নজরুল জয়ন্তীতে কবিকে স্মরণ করে সাজিয়ে দেওয়া হল সেইসব প্যারোডিপড়তে থাকুন “‘বিদ্রোহী’ কবিতার প্যারোডি করে সজনীকান্ত দাস লিখলেন ‘ব্যাঙ’ কবিতা”
- প্রশ্নকর্তা শিক্ষককেই পরীক্ষার অংক কষতে দিলেন উপাচার্যছাত্রদের অংক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন অংকের শিক্ষক। তারপর তা দেখাতে নিয়ে এসেছেন উপাচার্যের কাছে । উপাচার্য সেইপড়তে থাকুন “প্রশ্নকর্তা শিক্ষককেই পরীক্ষার অংক কষতে দিলেন উপাচার্য”
- ভরসার অপর নাম ” YOUTH OF BENGAL”করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন থাবা বসায় ভারতে ঠিক সেই সময় একদল তরুণ তরণী সৃষ্টি করল একটি ফেসবুকপড়তে থাকুন “ভরসার অপর নাম ” YOUTH OF BENGAL””
- সার্ধদ্বিশতবর্ষেও সাগর পাড়ের আইকন তিনিইএদেশের প্রথম আধুনিক মানুষ তিনি, নবজাগরণের প্রাণপুরুষও তিনি । নারীদের সতীপ্রথার কবল থেকে তিনি মুক্ত করেছেন । আবারপড়তে থাকুন “সার্ধদ্বিশতবর্ষেও সাগর পাড়ের আইকন তিনিই”
- Human computer শকুন্তলা দেবীর অন্য দিক : ‘The World of Homosexuality’#Human computer Shakuntala Devi : মানব কম্পিউটার শকুন্তলা দেবী যেমন নিমেষের মধ্যে বড় বড় অঙ্কের নির্ভুল সমাধান করেছেনপড়তে থাকুন “Human computer শকুন্তলা দেবীর অন্য দিক : ‘The World of Homosexuality’”
- নিখাত সোনার মেয়ে জারিনযার দক্ষতা নিয়ে একসময় প্রশ্ন তুলেছিলেন আরেক ভারতীয় বিশ্বজয়ী মহিলা বক্সার মেরি কম, এমনকি কোন ট্রায়াল ছাড়াই ২০১৯পড়তে থাকুন “নিখাত সোনার মেয়ে জারিন”
- মুম্বাইয়ের ফুল বিক্রেতা থেকে গবেষণার কাজে মার্কিন মুলুক পাড়ি সরিতারমুম্বাইয়ে বাবার দোকানে ফুল,মালা বিক্রি করতেন । এবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যাচ্ছেন জে.এন.ইউ ছাত্রী সরিতা মালি। “নারীকেপড়তে থাকুন “মুম্বাইয়ের ফুল বিক্রেতা থেকে গবেষণার কাজে মার্কিন মুলুক পাড়ি সরিতার”


One thought on “বৈদ্যুতিক গাড়ির হাত ধরে সম্ভবত খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দ মোটর কারখানা”